ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে বিধবা ধর্ষিত জড়িতদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:১৩, ২১ মার্চ ২০১৫

বাগেরহাটে বিধবা ধর্ষিত জড়িতদের গ্রেফতার দাবিতে  আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের রামপালে মহানামযজ্ঞ অনুষ্ঠানের প্রাঙ্গণ থেকে বিধবা এক নারীকে (৩২) অপহরণের পর নৌকায় নিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার প্রতিবাদে তোলপাড় শুরু হয়েছে। জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নারীবাদী ও হিন্দু কমিউনিটির কয়েকটি সংগঠনের উদ্যোগে সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত বাগেরহাট শহরের সাধনার মোড়ে ও প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ, মহিলা হিন্দু-খ্রীস্টান পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদ, মহিলা পরিষদ, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। ওই কর্মসূচীর সাথে চেম্বার অব কমার্স, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ একত্মতা প্রকাশ করে। ধর্ষণের ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে না পারায় তারা ক্ষোভ প্রকাশ করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। গত ১২ মার্চ রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা গ্রামে ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠানের পাশ থেকে চার দুর্বৃত্ত বিধবা ওই নারীকে তুলে নৌকায় নিয়ে ধর্ষণ করে। ঘটনার ছয়দিন পর গত মঙ্গলবার রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের পাশর্^বর্তী কুমারখালী গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই বিধবা নারীর বোনের বাড়ি থেকে অবরুদ্ধ অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর বৃহস্পতিবার ওই নারী আদালতে জবানবন্দীতে তার ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা দেন। পরে আদালত তাকে বাগেরহাট মহিলা ও শিশু কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠিয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
×