ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়া আর্জেন্টিনা সামরিক সম্পর্ক জোরদার করবে

প্রকাশিত: ০৫:১৩, ২১ মার্চ ২০১৫

রাশিয়া আর্জেন্টিনা সামরিক সম্পর্ক জোরদার করবে

রাশিয়ার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাতোলি এ্যান্তোনভ বলেছেন, তাঁর দেশ ও আর্জেন্টিনা সামরিক সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মস্কোয় রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাতোলি এ্যান্তোনভের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূত পাবলো তেত্তামান্তির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর ওয়েবসাইটের। বৈঠকে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের আওতায় সামরিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া মস্কোয় অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রীর অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। আগামী ১৬ ও ১৭ এপ্রিল মস্কোয় চতুর্থ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে।
×