ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফের সংলাপের কথা বলল জাতিসংঘ বিডিনিউজ ॥ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়

প্রকাশিত: ০৭:১৪, ২০ মার্চ ২০১৫

ফের সংলাপের  কথা বলল  জাতিসংঘ  বিডিনিউজ ॥ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়

বিডিনিউজ ॥ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ জানিয়ে সঙ্কট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উদ্বেগের কথা জানান। গত নয় দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিষয়ে প্রশ্নের কোন জবাব দেননি তিনি। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বাংলাদেশে ‘গুমের’ ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেন। ‘অতিসম্প্রতি সাবেক এক প্রতিমন্ত্রী ও বিরোধীদলীয় মুখপাত্রকে আইনশৃঙ্খলা বাহিনী অপহরণ করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। তবে সরকার অস্বীকার করছে। আজ অনয় দিন হতে চললেও তিনি কোথায় আছেন তা কেউ জানে না।’ এ বিষয়ে জাতিসংঘ কোন উদ্যোগ নিচ্ছে কিনা তা জানতে চান তিনি। উত্তরে ফারহান হক বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে এ বিষয়ে আমরা কয়েকবার কথা বলেছি। স্টেফানে ও আমি জাতিসংঘের উদ্বেগের কথা বলেছি এবং বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা বলেছি- যেসব বিষয়ে আপনারা অবগত। ‘এ বিষয়ে আমার নতুন কিছু বলার নেই। তবে আপনি এখানে যা বললেন তা নিয়ে উদ্বেগ রয়েছে, যা নিয়ে আমরা কথা বলেছি।’ পরিস্থিতির উত্তরণে সব পক্ষের আলোচনার পাশাপাশি বাক স্বাধীনতা, সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ‘এসব বিষয় নিয়ে আমরা অব্যাহতভাবে কর্তৃপক্ষকে বলে আসছি এবং এগুলোর কোনটির ব্যতয় ঘটলে অবশ্যই আমরা উদ্বিগ্ন হব।’
×