ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্র্যান্ডমাস্টার্স দাবায় রাকিবের জয়

প্রকাশিত: ০৬:২০, ২০ মার্চ ২০১৫

গ্র্যান্ডমাস্টার্স দাবায় রাকিবের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের কলকাতায় অনুষ্ঠানরত ‘এলআইসি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা’র তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী দুই পয়েন্ট করে অর্জন করেছেন। অপর দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব, ফিদেমাস্টার আব্দুল মালেক ও শহিদুল আমিন টিপু এক, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী আধা পয়েন্ট করে পেয়েছেন। তৃতীয় রাউন্ডের খেলায় রাকিব ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার সোয়াতী ঘাটেকে, দেবরাজ নেপালের লামা হিমালকে ও টিপু ভারতের নীলেশ সাহাকে হারান। জিয়া ভারতের গুসেন হিমালের কাছে, রাজীব ভারতের শ্রীনাথ রাওয়ের কাছে, মালেক ভারতের আন্তর্জাতিক মাস্টার গিরিনাথের কাছে, সোহেল ভারতের বিসাখের কাছে, রানী হামিদ ভারতের মিশেল ক্যাথেরিনের কাছে, শফিক ভারতের মহালক্ষ্মীর কাছে এবং জামাল নেপালের জয়সুয়াল রূপেসের কাছে হেরে যান। জাতীয় স্কুল হকি স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা’র কোয়ার্টার ফাইনালে দিনাজপুর জেলা স্কুল ৩-০ গোলে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়, ফরিদপুরকে এবং জেএম সেন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ২-০ গোলে বিএএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজ চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। শুক্রবার অপর দুই কোয়ার্টার ফাইনাল দুপুর ২টায় রফিকউদ্দিন মেমোরিয়াল স্কুল, কুমিল্লা বনাম আরমানিটোর সরকারী উচ্চ বিদ্যালয়, ঢাকা এবং বিকেল ৪টায় খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় জয়পুরহাট বনাম বিন্দুবাসিনী সরকারী উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের মধ্যে অনুষ্ঠিত হবে।
×