ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু হৃদরোগীদের ইন্টারভেনশনে সহযোগিতা করতে বিএসএমএমইউতে আসছেন ডা. শিবা কুমা

প্রকাশিত: ০৬:০৯, ২০ মার্চ ২০১৫

শিশু হৃদরোগীদের ইন্টারভেনশনে সহযোগিতা করতে বিএসএমএমইউতে আসছেন ডা. শিবা কুমা

ভারতের বিখ্যাত ইন্টারভেনশন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডাঃ শিবা কুমার আগামী ২৬ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে দু’দিন (২৬ ও ২৭ এপ্রিল) অবস্থান করে কিছু জটিল ইন্টারভেনশনে সহযোগিতা করবেন। জন্মগত হৃদরোগে আক্রান্ত ইন্টারভেনশনে আগ্রহী শিশু হৃদরোগীর অভিভাবকদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি ইউনিটের অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন। যোগাযোগের ঠিকানা ঃ রুম নং ৪০৪, ব্লক ডি, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা। মোবাইল ফোন (০১৭৫৭১০৯৫৫১, ০১৯৪৮২৮৭৬২৪, ০১৭১৪২৭৭২৭২ ও ০১৮১৭২৯১৫১৪) অথবা টেলিফোনেও (৯৬১২৬৫৩-অফিস) যোগাযোগ করা যাবে। উল্লেখ্য, বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৪৫ ভাগ ১৫ বছর বা তার চেয়ে কম বয়সের শিশু। বিশ্বে প্রতি হাজারে ছয় থেকে আটজন জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। তবে বাংলাদেশে জন্মগত হৃদরোগ হারের সুনির্দিষ্ট তথ্য নেই। দেশে বাতজ্বর ও বাতজ্বরজনিত হৃদরোগেও উল্লেখযোগ্য সংখ্যক শিশু আক্রান্ত হয়। এসব শিশুর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক কার্ডিওলজি ইউনিটে চিকিৎসা নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক কার্ডিওলজি ইউনিটে পেডিয়াট্রিক কার্ডিয়াক ইউনিট, স্বতন্ত্র পেডিয়াট্রিক কার্ডিয়াক ক্যাথল্যাবসহ শিশু রোগের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। -বিজ্ঞপ্তি
×