ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিউনিসিয়ায় জাদুঘরে অস্ত্রধারীদের হামলা, বিদেশী পর্যটকসহ নিহত ১৯

প্রকাশিত: ০৭:১৪, ১৯ মার্চ ২০১৫

তিউনিসিয়ায় জাদুঘরে অস্ত্রধারীদের হামলা, বিদেশী পর্যটকসহ  নিহত ১৯

জনকণ্ঠ ডেস্ক ॥ তিউনিসিয়ার রাজধানী তিউনিসের প্রখ্যাত জাদুঘর বারদোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন বিদেশী পর্যটক। অপর দু’জন স্থানীয় বাসিন্দা। বুধবার দু’জন বন্দুকধারী কালাশনিকভ রাইফেল দিয়ে এ হামলা চালায়। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। বারদো জাদুঘরটি তিউনিসিয়ার পার্লামেন্ট ভবনের খুব কাছে অবস্থিত। স্থানীয় রেডিওর খবরে বলা হয়েছে, ওই দুই বন্দুকধারী জাদুঘরে বেড়াতে আসা বেশকিছু পর্যটককে জিম্মি করে। নিহত পর্যটকদের সবাই বিদেশী নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে পোলিশ, স্প্যানিশ, জার্মান এবং ইতালিয়ান নাগরিক রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বন্দুকধারীরা প্রথমে একটি গাড়িতে করে এসে পার্লামেন্ট ভবনের ওপর থেকে গুলি চালাতে শুরু। এদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে দুই বন্দুকধারী নিহত হয়েছে। বন্দুকধারীরা জাদুঘরটির অনেক পর্যটককে জিম্মি করে রেখেছিল। হামলার সময় সেখানে প্রায় এক শ’ পর্যটক ছিল। ঘটনার পর পরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে। তবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
×