ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউসিবিএলের আয় বেড়েছে

প্রকাশিত: ০৬:২৯, ১৯ মার্চ ২০১৫

ইউসিবিএলের আয় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। সমাপ্ত বছরে এই ব্যাংকের ইপিএস বেড়েছে ২০ দশমিক ৪৪ শতাংশ। ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য পাওয়া যায়। জানা গেছে, আলোচ্য বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪২ পয়সা। ২০১৩ সালে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা ৬৭ পয়সা। ব্যাংকটির ২০১৪ সমাপ্ত অর্থবছরে ঘোষিত ২০ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে শেয়ার প্রতি আয় দাঁড়ায় ৩ টাকা ৬৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ০৬ পয়সা। সর্বশেষ হিসাব বছরে ব্যাংকের কনসোলিডেটেড মুনাফার পরিমাণও বেড়েছে। ব্যাংকটি কর পরিশোধের পর মুনাফা করেছে ৩৭০ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। আগের বছর একই সময়ে ব্যাংকটি কনসোলিডেটেড মুনাফা করেছিল ৩০৬ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা। ইউনাইটেড ফিন্যান্সের লেনদেন আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ রেকর্ড ডেটের পর আজ বৃহস্পতিবার ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে।এর আগে এ প্রতিষ্ঠানের লেনদেন ১৫ ও ১৬ মার্চ স্পট ও ব্লক/অডলটে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×