ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:০২, ১৭ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

১. ′ইহাদের ধর্মই বার্ধক্য′-এরা হলো- র. নব অরুণোদয় দেখে যারা ভয় পায় রর. জ্ঞানের অগ্নিমান্দ্যে যারা কঙ্কালসার ররর. সব বহন করে যারা শ্মশানে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. কতজন মিলিটারি এসে তপুর দেহটা তুলে নিয়ে গেল? ক) ২ জন খ) ৪ জন গ) ৫ জন ঘ) ৩ জন ৩. পৃথিবীর প্রথম ‘সমাজতান্ত্রিক’ রাষ্ট্র কোনটি? ক) রাশিয়া খ) ইতালি গ) ইংল্যান্ড ঘ) আমেরিকা ৪. ‘কবর’ কবিতায় বৃদ্ধ দাদুর পুত্র কোন মাসে মারা যায়? ক) পৌষ খ) মাঘ গ) ফাল্গুন ঘ) চৈত্র ৫. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? ক) শৈশব খ) কৈশোর গ) যৌবন ঘ) বয়:সন্ধিকাল ৬. ′ঢুয়া′ কী? ক) ঘরের চালের শীর্ষ খ) ফল রাখার ঝুড়ি গ) নৌকার বৈঠা বিশেষ ঘ) রান্নার সরঞ্জাম ৭. ′যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে′ সেই ′তারাহা′ হলেন- র. কামাল-করিম-মুসোলিনি-সানইয়াৎ-লেনিন রর. বৈমানিক-আবিষ্কারক-অভিযাত্রী-ডুবুরি ররর. আরবের বেদুঈন-মহাসাগরের সৈনিক-কালাপাহাড়ের আসি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮. ‘বিলাসী’ গল্পের খুড়া মৃত্যুঞ্জয় সম্পর্কে যা বলে - র. সে গাঁজা খায় রর. সে গুলি খায় ররর. সে মাছ ধরে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. ‘জীবন বন্দনা’ কবিতায় কবি নিজেকে কী বলে আখ্যয়িত করেছেন? ক) বেদুইন কবি খ) বিদ্রোহী কবি গ) মরুকবি ঘ) যাযাবর কবি ১০. একক সন্ধ্যায় বসন্ত’ কী জাতীয় রচনা? ক) কাব্য খ) নাটক গ) রম্য ঘ) উপন্যাস ১১. ′বিলাসী′ গল্পে ′সুনাম′ কথাটি দ্বারা কী প্রকাশ পেয়েছে? ক) দুর্নাম খ) সম্মান গ) খ্যাতি ঘ) প্রতাপ ১২. ′শুধু তুমি নিয়ে যাও′-এর পরের অংশটুকু কী? ক) ক্ষণিক এসে খ) কূলেতে এসে গ) ক্ষণিক হেসে ঘ) কূলেতে হেসে ১৩. ′কেউ তার ঘরে পর্যন্ত ঢোকে না′-কেউ আব্দুল মজিদের ঘরে ঢোকে না কেন? ক) এইডসকে তারা সমীহ করে খ) এইডস রোগীকে তারা পছন্দ করে না গ) এইডস ছোঁয়ােচ রোগ বলে ঘ) এইডস রোগকে ছোঁয়াচে রোগ ভেবে ১৪. তপু ও তার সহপাঠীদের বিকেলটা কাটাতো কীভাবে? ক) গল্প করে খ) ঘুমিয়ে ঘুমিয়ে গ) বই পড়ে ঘ) আমোদ-ফুর্তিতে ১৫. স্কালের কপালের মাঝখানটার গর্তটা হলো- ক) বন্দুকের গুলির খ) বেয়নেটের গ) দুর্ঘটনার ঘ) অপারেশনের ১৬. সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বাণীরুপ পেয়েছে- র. নির্যাতিত মানুষের জন্যে গভীর মমতা রর. সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ ররর. ধনী - গরিবের দু:খ-কষ্টের বিবরণ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ১৭. বীরবল কার ছদ্মনাম? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) প্রমথ চৌধুরী গ) জহির রায়হান ঘ) জসীমউদদীন ১৮. ′রোকেয়া তাঁর কোন প্রবন্ধে পর্দাপ্রথা প্রসঙ্গে আলোচনা করেছেন? ক) অর্ধাঙ্গী খ) অবরোধবাসিনী গ) স্ত্রীজাতির অবনতি ঘ) পদ্মরাগ ১৯. ‘পাঞ্জেরী’ কবিতায় ‘সোঁতায়’ বলতে কী বোঝানো হয়েছে? ক) জাহাজ খ) নাবিক গ) স্রোত ঘ) ঢেউ ২০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? ক) বনফুল খ) চিত্রা গ) বলাকা ঘ) মানসী ২১. কোন পঙ্ক্তিতে উপমা ব্যবহৃত হয়েছে? ক) পাথরের টুকরোর মতন যুবে গেছে খ) কাকডাকা গ্রীষ্মের দুপুরে গ) বুক চিরে বেরুলো না দীর্ঘশ্বাস ঘ) তার চোখে নেই রাগ কিংবা অভমান ২২. ‘সহস্রের একটি কাহিনী’ বলতে কবি কী বুঝিয়েছেন? ক) বহুজাতির বিচিত্র জনস্রোত মিশেছে বাংলার মাটিতে খ) বাঙালির ইতহিাস হাজার বছরের গ) বাংলা ভাষায় বাঙালি আত্মিক বন্ধনে আবদ্ধ ঘ) অজস্র বৈচিত্র্য নিয়ে গড়ে ওঠা বাঙালির ঐক্য
×