ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এটিএম শামসুজ্জামান

আজীবন সম্মাননা পাচ্ছেন

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ মার্চ ২০১৫

আজীবন সম্মাননা পাচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকের পর এবার আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন জীবন্ত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। স্বাধীনতার চুয়াল্লিশ বছর উপলক্ষে রাজধানী সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে আগামী ২০ মার্চ বিকেল সাড়ে ৫ টায় ‘ঢাকা মডেল এজেন্সি এ্যাওয়ার্ডের আয়োজন করতে যাচ্ছে শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম। এই এ্যাওয়ার্ডের অধীনেই এটিএম শামসুজ্জামানকে আজীবন সম্মাননা দেয়া হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান অপূর্ব। ফোরামের নতুন সভাপতি মঞ্জুশ্রী বিশ্বাস বলেন, বিষয়টি আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের যে আমরা এটিএম শামসুজ্জামানের মতো একজন গুণী অভিনেতাকে এই সম্মাননা দিতে পারছি। আজীবন সম্মাননা প্রসঙ্গে কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরামের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে সম্মাননা দিতে যাচ্ছেন। এই ধরনের সম্মাননা বার বার মনে করিয়ে দেয় যে হয়ত পৃথিবীতে থাকার সময় আমার শেষ হয়ে আসছে। তবে যে কোন পুরস্কার নিশ্চয়ই অনেক আনন্দের-ভাললাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। মরণোত্তর পদক দেয়া হবে হুমায়ূন আহমেদকে। এছাড়া আরও যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হবেন তারা হচ্ছেন আফসানা মিমি, হাসান মতিউর রহমান, জানে আলম, আনজাম মাসুদ, চৌধুরী জাফর উল্ল্যাহ শরাফত, সোহল রহমান, আনিকা কবির শখসহ আরও বেশ ক’জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এদিকে বেশ কিছুদিন অভিনয়ে বিরত থাকার পর গত শুক্রবার মীর সাব্বির পরিচালিত আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’-এ অভিনয়ের মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন এটিএম শামসুজ্জামান। এখন পর্যন্ত জীবন্ত এই কিংবদন্তি অভিনেতা পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
×