ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু

প্রকাশিত: ০৫:৩২, ১৬ মার্চ ২০১৫

শ্রমিকদের জন্য  হেল্পলাইন চালু

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কলকারখানায় কর্মরত শ্রমিকদের সুস্থ, নিরাপদ ও উন্নত কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে ‘হেল্পলাইন’ চালু করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চন্নু রবিবার এ ‘হেল্পলাইন’ উদ্বোধন করেন। খবর তথ্য বিবরণীর। হেল্পলাইনের মাধ্যমে যে কোন শ্রমিক বা মালিক বিনামূল্যে তাদের অভিযোগসমূহ জানাতে পারবে। এ মুহূর্তে বাংলাদেশের যে কোন টেলিফোন অপারেটর থেকে হেল্পলাইনে ফোন করে বিনামূল্যে তাদের সমস্ত অভিযোগ প্রেরণ করতে পারবে। নম্বরটি হলোÑ ০৮০০৪৪৫৫০০০। প্রাথমিকভাবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত যে কোন শ্রমিক এ হেল্পলাইনের সাহায্য নিতে পারবে। ৪ জন প্রশিক্ষিত এজেন্ট ও একজন সুপারভাইজারের সমন্বয় গঠিত ৫ জনের দু’টি টিম দুই শিফটে হেল্পলাইনের দায়িত্ব পালন করবে। সপ্তাহে সাতদিন তথা বছরে ৩৬৫ দিনই তাদের অভিযোগ জানাতে পারবে।
×