ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি সম্ভব ॥ আশা কেরির

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মার্চ ২০১৫

ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি সম্ভব ॥ আশা কেরির

ইরান কেবল শান্তিপূর্ণ উদ্দেশেই এর পরমাণু কর্মসূচী পরিচালনা করছে বলে দেখাতে পারলে আগামী কয়েকদিনে দেশটির সঙ্গে এক অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শনিবার লোহিত সাগরীয় অবকাশ-কেন্দ্র শারম আল-শেখে এক সম্মেলনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশা ব্যক্ত করেন। রবিবার সুইজারল্যান্ডের লোজানে ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরুর প্রাক্কালে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খবর ইয়াহুনিউজের। সংবাদ সম্মেলনে পূর্ব-নির্ধারিত সময় সীমার মধ্যে এক কাঠামো চুক্তির সম্ভাবনা নিয়ে কেরিকে আরও উৎসাহী বলে মনে হয়। এ সময় সীমা চলতি মাসে শেষ হবে। এরপর ৩০ জুনের মধ্যে এক চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে। কেরি বলেন, কোন অন্তর্বর্তী চুক্তি নাগালের মধ্যে কিনা তা এখনও স্পষ্ট নয়। এরূপ কোন চুক্তিতে ইরানের ওপর ইতোপূর্বে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তেহরানের পর গুরুত্বপূর্ণ পরমাণু কর্মসূচী অন্তত ১০ বছর সীমিত করে দেয়া হবে।
×