ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১০ দিনের সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মার্চ ২০১৫

১০ দিনের সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা ১০ দিনের সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন টানাপোড়ন তুঙ্গে এবং কারাকাসের বিরুদ্ধে যখন ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন এই বিশাল সামরিক মহড়া শুরু করল দেশটি। মহড়ায় স্থল, বিমান ও নৌবাহিনীর কয়েক দফা অভিযান পরিচালিত হবে। এতে ৮০ হাজার সেনা এবং ২০ হাজার বেসামরিক নাগরিক অংশ নিবে বলে ঘোষণা করা হয়েছে। খবর ওয়েবসাইটের রাজধানী কারাকাসের ফোর্ট টিউনা’তে এ মহড়ার উদ্বোধন করেন ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদরিনো লোপাজ। তিনি বলেন, মার্কিন নতুন নিষেধাজ্ঞা বিপদ হয়ে দেখা দিয়েছে এবং ভেনিজুয়েলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য সামরিক মহড়া করা হচ্ছে। সামরিক মহড়ায় বেসামরিক নাগরিকদের অংশগ্রহণের কথা তুলে ধরে ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিপাই-জনতা সংহতি তুলে ধরার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও জানান, ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক হুমকি হিসেবে ওয়াশিংটন মনে করে বলে ঘোষণার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়।
×