ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে দুই গোত্রের সহিংসতায় আহত ৩

প্রকাশিত: ০৪:২৮, ১৬ মার্চ ২০১৫

মুন্সীগঞ্জে দুই গোত্রের সহিংসতায় আহত ৩

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার গনাইসারে দু’গোত্রের সহিংসতায় তিনজন আহত হয়েছে। শনিবার গভীর রাতে প্রতিপক্ষের দু’জনকে বেদম প্রহার করা হয়। তাদের ব্যবহৃত দু’টি মোটরবাইকে আগুন দেয়া ও ভাংচুর হয়। আহত অবস্থায় গ্রেফতারকৃত বাবু ও ইসমাইলকে চিকিৎসার পর রবিবার বিকেলে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়। অপর আহত শহিদ চোকদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গ্রামের চোকদার ও পাইক গোত্রের মধ্যে আধিপত্য নিয়ে এখন উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে এই দু’গোত্রের মধ্যে কয়েক দফা সংঘর্ষে শতাধিক আহত এবং পাল্টাপাল্টি বেশ কয়েকটি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে আলু তোলা নিয়ে দু’গ্রুপে প্রথম সংঘর্ষে শহিদ চোকদার আহত হয়। আহতের পুত্র প্রতিবন্ধী দিপক চোকদার খবর পেয়ে ৫ কাজিনকে নিয়ে ঢাকা থেকে দুটি মোটরবাইক যোগে এলাকায় আসে। আগাম খবর পেয়ে ওঁৎ পেতে থাকা পাইক গ্রুপের লোকজন তাদের পথে আটকে বেদম প্রহার করে। এই সময় ডাকাত, ডাকাত বলে চিৎকার ও মসজিদের মাইক থেকে ডাকাত পড়ছে ঘোষণা দিলে গ্রামের লোকজন এসে গণধোলাই দেয়। এই সময় চারজন পালিয়ে রক্ষা পায়। তবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছনপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র বাবু এবং ঢাকার আদাবরের আঃ করিম হাওলাদারের পুত্র ইসমাইলকে মারধরের পর সন্ত্রাসী দাবি করে পুলিশে সোপর্দ করে। তবে গ্রেফতারকৃতরা দাবি করেছে তারা নির্দোষ, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
×