ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরামের দাবি

প্রকাশিত: ০৬:৪৩, ১৫ মার্চ ২০১৫

বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরামের দাবি

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন সম্প্রচার কমিশন গঠন, কেবল টিভি গ্রাহকদের মাসিক সংযোগ ফি পুনর্নির্ধারণ, জনপ্রিয়তার আলোকে দেশীয় চ্যানেলগুলোর সঞ্চালনসহ বিভিন্ন দাবি নিয়ে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরাম। রিপোর্টার্স ইউনিটে শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দর্শক ফোরামের সভাপতি এরফানুল হক নাহিদ, মহাসচিব আহমেদ সিরাজ, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, অর্থ সম্পাদক নাদিয়া শেখ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীন সম্প্রচার আইন কমিশনে দর্শক ফোরামের একজন সদস্য অন্তর্ভুক্ত করার কথা থাকলেও সেখানে ফোরামের নামে যে প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি ফোরামের গঠনতন্ত্র মোতাবেক কোন সদস্য নয়। এ ব্যাপারে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’র বিষয়ে যে আলোচনা-সমালোচনা এবং কমিটিতে থাকা সদস্যের কোন মন্তব্য বা মতামতের কোন দায়দায়িত্ব দর্শক ফোরাম বহন করবে না। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২ শতাধিক পে এবং ফ্রি চ্যানেল ডাউনলিংক করে কেবেলে সঞ্চালন করছে। যার দরুন বেড়েছে মাসিক ভাড়ার অঙ্ক। বাংলা ভাষাভাষীদের যেখানে অবস্থান, সেখানে দেশীয় স্যাটেলাইট চ্যানেলগুলো প্রচারে উদ্যোগ নিতে হবে। আমাদের সমাজ-সংস্কৃতিতে বিরূপ প্রভাব ফেলে এমন চ্যানেলগুলোকে বন্ধ এবং পে-চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়ে হবে।
×