ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে খাল দখল করে স্থাপনা, জলাবদ্ধতা

প্রকাশিত: ০৪:৫২, ১৪ মার্চ ২০১৫

সিরাজগঞ্জে খাল দখল করে স্থাপনা, জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের তাড়াশে সরকারী খাল প্রতিনিয়তই অবৈধভাবে প্রভাবশালীরা দখল করে মাটি ভরাট করে বাড়িঘর নির্মাণসহ পুকুর খনন করছে। কিন্তু এ দখল প্রতিরোধে দেখার কেউ নেই। আগামী বর্ষা মৌসুমে পানি প্রবাহের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে উপজেলার অধিকাংশ এলাকার ফসলি মাঠে জলাবদ্ধতা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এদিকের জলাবদ্ধতা নিরসনের দাতা সংস্থা ও সরকারীভাবে অর্থায়নে ২-১টি খাল খননের কার্যক্রম শুরু হলেও প্রভাবশালীদের বাধার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না। জানা গেছে, গত কয়েক বছর ধরে তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারী খাল অবৈধভাবে ভরাট করে পুকুর খনন, বাড়ি নির্মাণ করা উৎসব চলছে। বিশেষ করে উপজেলার তাড়াশ-বারুহাস, তাড়াশ-রানীর হাট, তাড়াশ-মান্নাননগর, তাড়াশ-মহিষলুটি, তাড়াশ-নিমগাছী, তাড়াশ-কুন্দইল, তাড়াশ-সলঙ্গা, তাড়াশ-কাটাগাড়ি, তাড়াশ-শোলাপাড়া রাস্তা সংলগ্ন খালগুলো অন্যতম। পানি প্রবাহের সরকারী এ খালগুলো প্রকাশ্য দিবালোকে ভরাট করে প্রভাবশালীরা পুকুর খনন, বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেই চলছে। কিন্তু গণহারে সরকারী খাল দখল করলেও দেখার কেউ নেই। স্থানীয় একাধিক কৃষক জানান, অবৈধভাবে খাল দখল করে পুকুর খনন, বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় তাড়াশের বিভিন্ন ফসলি মাঠের ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে।
×