ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাবিতে সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ মার্চ ২০১৫

রাবিতে সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলা সাহিত্য ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করে এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। ‘বৈচিত্র্যে ঐক্যের অন্বেষা’ শীর্ষক এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক ও বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা গবেষণা সংসদের সভাপতি ও কলা অনুষদের ডিন প্রফেসর খন্দকার ফরহাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলা গবেষণা সংসদের সহসভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মেলন কমিটির সদস্য-সচিব অধ্যাপক পিএম সফিকুল ইসলাম। দুদিনব্যাপী এ সম্মেলনের ১৩টি অধিবেশনে বাংলা ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্য এবং অনুবাদ সাহিত্য বিষয়ে ৫০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনে বাংলাদেশ ও ভারত থেকে শতাধিক কবি-সাহিত্যিক, ভাষাবিদ ও গবেষক অংশ নিচ্ছেন।
×