ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিটাগাং চেম্বার-চায়না ফরেন ট্রেড মতবিনিময়

প্রকাশিত: ০৩:৩৩, ১৪ মার্চ ২০১৫

চিটাগাং চেম্বার-চায়না ফরেন ট্রেড মতবিনিময়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সার্ক ও আশিয়ানের মধ্যবর্তী অবস্থানসহ দেশের প্রধান সামুদ্রিক বন্দর ও ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম যে কোন ধরনের দেশী-বিদেশী বিনিয়োগের জন্য আদর্শ স্থান। প্রস্তাবিত বিসিআইএম করিডোর বাস্তবায়িত হলে চট্টগ্রামের সঙ্গে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে, যা দু’দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে। বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সরকারী পরিকল্পনা রয়েছে। বুধবার চায়না ফরেন ট্রেড সেন্টার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন চিটাগং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
×