ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিআইএ’র অনুদান

প্রকাশিত: ০৬:৫৩, ১৩ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিআইএ’র অনুদান

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকার অনুদান প্রদান করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশন (বিআইএ)। বৃহস্পতিবার বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই অনুদানের চেক হন্তান্তর করেন। এ সময় বিআইএ’র সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক এনামুল হক খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপমন্ত্রী জাহিদ মালেক ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন। এ সময় উপমন্ত্রীর আত্মীয় রুবিনা হামিদ উপস্থিত ছিলেন। ইলেকট্রনিক বেতন পরিশোধ প্রকল্প টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ইনোভেশনস্ ফর পোভার্টি এ্যাকশন (আইপিএ)-এর সঙ্গে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি বনানীর তাজোয়ার সেন্টারে বুধবার এয়ারটেলের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। ইলেক্ট্রনিক বেতন পরিশোধ প্রকল্পের গবেষণার অগ্রভাগে রয়েছেন বিশ্বব্যাংকের মার্টিন কানজ্ ও লিয়োরা ক্ল্যাপার এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এমিলি ব্রেজা। আইপিএ দৈবচয়নের (র‌্যানডম এ্যাসাইনমেন্ট) মাধ্যমে কর্মীদের মোবাইল মানি পেমেন্ট, নগদ অথবা একটি সাধারণ ব্যাঙ্ক এ্যাকাউন্টের সরাসরি জমার মাধ্যমে তাদের বেতন দেবে। এয়ারটেল নির্বাচিত কর্মীদের মধ্যে প্রি-পেইড সিমকার্ড বিতরণ করবে যেন তাদের মোবাইল মানি এ্যাকাউন্ট ব্যবহারে সুবিধা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এয়ারটেলের পক্ষ থেকে চীফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা ও আইপিএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর শোরায়েজ শাহজাহান। -বিজ্ঞপ্তি
×