ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামিট এ্যালায়েন্সের আরও শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৬:১৪, ১২ মার্চ ২০১৫

সামিট এ্যালায়েন্সের আরও শেয়ার বিক্রির ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টর ॥ সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা সামিট ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন প্রাইভেট লিমিটেড আরও শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। জানা গেছে, কোম্পানিটি তাদের কাছে থাকা ৬১ লাখ ২৭ হাজার ৮৩৩ শেয়ারের মধ্যে আরও ১৫ লাখ শেয়ার বিক্রি করবেন। উল্লেখ্য, এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা আগেও সামিট পোর্টের শেয়ার বিক্রি করেছে। সামিট ইন্ডাস্ট্রিয়াল আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রি করতে পারবে। বুধবার সামিট এ্যালায়েন্স পোর্টের সর্বশেষ শেয়ার দর ছিল ৫৯ টাকা ৯০ পয়সা। মুনাফায় ফিরেছে ফারইস্ট ফিন্যান্স অর্থনৈতিক রিপোর্টার ॥ ফারইস্ট ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেষ হওয়া অর্থবছরে মুনাফা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কর পরিশোধের পর মুনাফা করেছে ৩০ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি লোকসান করেছিল ৬ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়। সিএসই সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৪৩ পয়সা।
×