ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিচেল স্টার্কের প্রশংসায় বেইলি

প্রকাশিত: ০৬:০০, ১২ মার্চ ২০১৫

মিচেল স্টার্কের প্রশংসায় বেইলি

স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নের একাদশতম বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটে জর্জ বেইলির। কিন্তু ইংলিশদের বিপক্ষে ম্যাচের পর আর খেলতে পারেননি তিনি। তবে মাঠের বাইরে থেকেও দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন বেইলি। আর এবারের বিশ্বকাপে বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল এবং ডেল স্টেইনের চেয়েও এগিয়ে রাখছেন সতীর্থ মিচেল স্টার্ককে। এ বিষয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জর্জ বেইলি বলেন, ‘আমি বলব মিচেল স্টার্ক অনেক বেশি ভয়ঙ্কর বোলার। বিশেষ করে ডেথ ওভারে সে যেমন বল করে তা বিশ্বের খুব কম বোলারই পারে।’ এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয় আর নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় মানে তারা। তবে কিউইদের বিপক্ষে সেই ম্যাচেই চমকে দিয়েছিলেন মিচেল স্টার্ক। লো স্কোরিং সেই ম্যাচে হারলেও মাত্র ২৮ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে দলকে জয়ের পথ দেখাতে শুরু করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য শেষ পর্যন্ত পরাজয়টাই সঙ্গী হয় তাদের। একাদশতম বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন পর্যন্ত নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। সমানসংখ্যক ম্যাচে সমানসংখ্যক উইকেট নিয়ে দুইয়ে আছে বোল্টেরই স্বদেশী টিম সাউদি। এর পরের স্থানটি দখল করে রেখেছেন মিচেল স্টার্ক। তবে এক ম্যাচ কম খেলে। চার ম্যাচে ২৫ বছর বয়সী মিচেল স্টার্কের দখলে ১২ উইকেট। ১২ উইকেট নিয়ে এর পরের স্থানটিতে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। এদিকে স্বপ্নের বিশ্বকাপে জয় দিয়েই অভিষেক ঘটে জর্জ বেইলির। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে জর্জ বেইলির দল। কিন্তু দুর্ভাগ্য এরপরই চোট কাটিয়ে দলে ফেরেন নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর থেকেই বেইলির স্থানে খেলে যাচ্ছেন ক্লার্ক। আর অস্ট্রেলিয়ার অধিনায়ক এবারের বিশ্বকাপে লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার পারফর্মেন্সে মুগ্ধ। বিশ্বকাপের পরই একদিনের ম্যাচ থেকে বিদায় নেবেন কুমার সাঙ্গাকারা। বিদায়ের আগে ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে চান শ্রীলঙ্কার এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তার প্রমাণ দিচ্ছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করে। রয়েছেনও দারুণ ছন্দে। বাংলাদেশ, ইংল্যান্ডের পর রবিবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। সেই সঙ্গে গড়েন টানা তৃতীয় শতরানের রেকর্ড। এই বয়সেও সাঙ্গাকারার পারফর্মেন্স দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এ বিষয়ে তিনি বলেন, ‘যত ভাল ভাল ক্রিকেটারের বিপক্ষে খেলেছি, তার মধ্যে সাঙ্গাকারা অন্যতম। দুর্দান্ত ব্যাটসম্যান এবং একজন সত্যিকারের ভাল মানুষ। পরিসংখ্যানই বলে দিচ্ছে, একদিনের ম্যাচ ও টেস্ট ক্রিকেট দুটোতেই কুমার সাঙ্গাকারা কতটা সফল।
×