ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে নিয়ে অঙ্ক কিউইদের

প্রকাশিত: ০৬:০০, ১২ মার্চ ২০১৫

বাংলাদেশকে নিয়ে অঙ্ক কিউইদের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপপর্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড পরস্পরের প্রতিপক্ষ শুক্রবার। নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দুই দলই। নিউজিল্যান্ড জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপে অপরাজিত থেকে গ্রুপপর্ব অতিক্রম করবে। বাংলাদেশ জিতলে গ্রুপপর্ব থেকে তিন জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে। দুই দলই শেষ সময়ের ‘রণকৌশলে’ ব্যস্ত। সেই সঙ্গে লড়াই করে জেতার প্রত্যয়ও আছে। কিন্তু বাংলাদেশকে নিয়ে যেন এখনই ভাবতে শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের কণ্ঠেই সেই ভাবনার সুর। সতর্কও তাঁরা। নিউজিল্যান্ডের আগুন ঝরানো বোলার তিনি। কোন দলের ব্যাটসম্যানদেরই ছাড় দিচ্ছেন না। কিন্তু যখন বাংলাদেশ প্রসঙ্গ আসছে, তখন যেন সতর্ক এ পেসার। বাংলাদেশের বিশ্ব মানের কয়েক ক্রিকেটার আছে বলেই বোল্টের এ সতর্কতা। হ্যামিল্টনের সিডন পার্কে দুই দলই শুক্রবার খেলবে। ব্র্যান্ডন ম্যাককালামের দল ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে। গ্রুপের চ্যাম্পিয়ন তারা। কোয়ার্টার ফাইনালে গেছে সবার আগে। আর মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ক্রিকেটপ-িতেরা মনে করছেন, বাংলাদেশের বিপক্ষের ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই পারে নিউজিল্যান্ড। কিন্তু তাদের সঙ্গে একমত নন বোল্ট। বলেছেন, ‘তাদের (বাংলাদেশ) দলটি বিশ্বমানের খেলোয়াড়ে ভরা। শুক্রবার তাদের সঙ্গে ম্যাচটা তাই কঠিনই হবে।’ তবে কিউইরাও যে দারুণ উজ্জীবিত সেটাও বলে দিচ্ছেন, ‘সামনে যে সুযোগ তা কাজে লাগাতে সবাই উদগ্রীব হয়ে আছে। সবার বিপক্ষে যেমন করেছি সেভাবে আমরা তাদেরও টপকে যেতে চাই।’ ২০০৭ ও ২০১০ সালে নিউজিল্যান্ডে দুটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। দু’বারে ৬টি ওয়ানডেতেই বাংলাদেশকে হারিয়েছে কিউইরা। আর ২০১০ সালে বাংলাদেশে তিনটি ওয়ানডে এবং ২০১৩ সালে পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এর সবই মনে আছে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি তালিকার ১ নম্বরে থাকা বোল্টের, ‘আমরা আমাদের নিজেদের মাটিতে খেলায় তাদের বিপক্ষে সাফল্য পেয়েছি। কিন্তু সেখানে (বাংলাদেশে) সফর করতে গিয়ে একটু ভুগেছি।’ বোল্টের মতো একই অবস্থা উইকেটরক্ষক লুক রঞ্চিও। দুটি দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ যেন একটু পিছিয়েই আছে। স্বাগতিক নিউজিল্যান্ড আগুন ফর্মে আছে। সেই ফর্মের সামনে সবাই উড়ে যাচ্ছে। বাংলাদেশও কি উড়ে যাবে? নিশ্চয়তা দিতে পারছেন না নিউজিল্যান্ডের উইকেট কিপার লুক রঞ্চি। বলেছেন, ‘বাংলাদেশকে হেলাফেলা করার ভুল করবে না নিউজিল্যান্ড। কারণ, চমৎকার খেলছে বাংলাদেশ।’ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গর্ব নিয়ে খোশ মেজাজে আছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ এখন। রঞ্চি বলেছেন, ‘তারা ভাল খেলছে। এই বিশ্বকাপে মাত্র একটি খেলায় হেরেছে তারা। তারা ধারাবাহিক। ভাল খেলে ম্যাচ জিতছে। তাদের বিপক্ষে আমাদের তাই ভাল খেলেই জিততে হবে।’ বাংলাদেশে নিউজিল্যান্ড কয়েক দফা স্পিনেই কাত হয়েছে। এবারও কী স্পিন নিয়ে ভয় আছে? রঞ্চি বিষয়টি উড়িয়েই দিয়েছেন এবার, ‘বাংলাদেশে যেমন টার্ন পাওয়া যায় তেমনটা নিউজিল্যান্ডে হয় না। এটা তারপরও তাদের শক্তি হতে পারে। কিন্তু নিউজিল্যান্ডে বড় শক্তি হওয়ার কথা নয়। তারপরও স্পিন কাজ করলে আমাদের এর মধ্য দিয়েই যেতে হবে।’ বোঝাই যাচ্ছে বাংলাদেশকে নিয়ে কতটা ভাবনায় আছে নিউজিল্যান্ড।
×