ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাসুবিহারে খননে মিলছে অলঙ্কৃত ইট ও ফলক

প্রকাশিত: ০৫:৫৩, ১০ মার্চ ২০১৫

ভাসুবিহারে খননে মিলছে অলঙ্কৃত ইট ও ফলক

সমুদ্র হক ॥ ভাসুবিহারের খনন কাজে যে টেরাকোটার (পোড়ামাটির) অলঙ্কৃত ইট ও ফলক মিলছে তা থেকে আরও প্রমাণ মেলে বঙ্গীয় ব-দ্বীপের এ অঞ্চলে ছিল উচ্চতর বিদ্যাপীঠ। ধ্বংস হয়ে যাওয়া অট্টালিকার অবকাঠামো এবং এর আগে পাওয়া সিলমোহরসহ বিভিন্ন প্রতœ-নিদর্শন দেখে ধারণা করা হয় বৌদ্ধরা এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ঘটাতে আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে। বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে (মহাস্থানগড় থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর পশ্চিমে) শিবগঞ্জ এলাকার ভাসুবিহারে পঞ্চম দফায় যে খনন কাজ চলছে তাতেও মিলছে একই ধরনের প্রতœ প্রমাণ। খনন কাজ চলবে আরও প্রায় এক মাস, যা শুরু হয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে। প্রতœতত্ত্ব অধিদফতরের এই খনন কাজে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা। সহযোগিতা দিচ্ছেন মহাস্থান জাদুঘরের তত্ত্বাবধায়ক মজিবর রহমান, সহকারী তত্ত্বাবধায়ক হাসানাত বিন ইসলাম ও অন্যান্য কর্মকর্তা। সূত্র জানায়, বছর কয়েক আগে ভাসুবিহারের কাছেই মাটির নিচে মন্দিরের অবকাঠামো মেলে। ধারণা করা হয় এ মন্দির বৌদ্ধদের। কারও মতে পাল রাজাদেরও হতে পারে। কারণ এ অঞ্চলে মৌর্য সুঙ্গ গুপ্ত পাল শশাঙ্কসহ কয়েকটি সভ্যাতার প্রতœ নিদর্শন মিলেছে।
×