ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুযোগের অপেক্ষায় ইমরুল কায়েস

প্রকাশিত: ০৫:৪৪, ৯ মার্চ ২০১৫

সুযোগের অপেক্ষায় ইমরুল কায়েস

স্পোর্টস রিপোর্টার ॥ আজ যখন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে, এর আগে গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্মৃতি সবার চোখেই জ্বলজ্বল করছে। কী চমৎকার খেলেই না জিতেছিল বাংলাদেশ। চমকে দিয়েছিলেন ইমরুল কায়েসও। তাঁর অনবদ্য ৬০ রানেই ইংল্যান্ডকে বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার যখন আবারও ইংল্যান্ডের বিপক্ষে খেলা, তার আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ইমরুল। তাহলে কী বাংলাদেশের জয়ের ভাগ্য নিয়েই অস্ট্রেলিয়ায় গেছেন ইমরুল! জিতলে তো ভালই, কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। এমন ম্যাচে কি ইমরুল খেলার সুযোগটি পাবেন? সেই প্রশ্নই চতুর্দিকে ঘুরছে। ইমরুল একটি সুযোগের অপেক্ষায় আছেন। ইমরুলই জানিয়েছেন, ‘আশা করিনি বিশ্বকাপে খেলব। এখন সুযোগ পেয়েছি। কাজে লাগানোর চেষ্টা করব। শনিবার প্রথম ব্যাট করলাম। এক কন্ডিশন থেকে আরেক কন্ডিশনে এসেছি। অনুশীলন করার সময় পাব। আমি আত্মবিশ্বাসী। ইংল্যান্ডের বিপক্ষে আমি ভাল খেলেছি। নিউজিল্যান্ডের বিপক্ষেও ওদের মাঠে ভাল করেছি আগে। সুযোগ পেলে আবারও ভাল করার চেষ্টা করব। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের (২০১১ সালের বিশ্বকাপ) কথা মনে করে আত্মবিশ্বাস পাব। কোচ বলেছেন, প্রথমে একটু সমস্যা হবে। তুমি সোজা ব্যাটে খেলবে। সেট হয়ে গেলে ভালভাবে ব্যাট করতে পারবে।’ এনামুল হক বিজয় ইনজুরিতে পড়াতেই বিশ্বকাপে খেলার ভাগ্য ইমরুলের কপালে জোটে। সেই ভাগ্যও আবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ঘটে। ইমরুল প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার কথা বিশ্বাসই করতে পারছিলেন না। জানিয়েছেন, ‘আমি যখন প্রথম শুনি, তখন বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল, যেন একটা ঘোরের মধ্যে আছি। ক্যারিয়ারের সবচেয়ে বড় চমকটা পেলাম যেন। তবে ফারুক ভাই আমাকে ফোন করে যখন বললেন, ইমরুল তুমি যাচ্ছ, তখনই আমি নিশ্চিত হয়েছি। তখন মনে হয়েছে, সত্যিই আমি যাচ্ছি।’ দেশ ছাড়ার আগে ইমরুল বলেছিলেন, ‘এনামুল দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ল। তাতে আমি সুযোগ পেয়েছি। আসলে এটা নিয়ে ভাবছি না। আমার চিন্তাটা প্রতিদান দিতে পারব কিনা তা নিয়ে। চেষ্টা করব সুযোগের প্রতিদান দেয়ার। অবশ্যই লক্ষ্য থাকবে ভাল খেলার। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার।’
×