ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে মাদক বিক্রেতাদের তাণ্ডব ॥ ভাংচুর লুটপাট

প্রকাশিত: ০৪:১২, ৯ মার্চ ২০১৫

রূপগঞ্জে মাদক বিক্রেতাদের  তাণ্ডব ॥ ভাংচুর লুটপাট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা প্রতিবাদকারীদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ৬ ব্যক্তি আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার মুগড়াকুল এলাকায় এ ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও উপজেলার বেহাকৈর এলাকা ও রূপগঞ্জ উপজেলার মুগড়াকুল এলাকা দুটি পাশাপাশি। বেহাকৈর এলাকার সুমন, সেলিম, মিজানসহ তাদের লোকজন দীর্ঘদিন ধরে আশপাশের এলাকাগুলোতে ইয়াবা, ফেনসিডিল, বিয়ার, চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। গত শুক্রবার সকালে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির সময় মুগড়াকুল এলাকার কামরুল ইসলাম, সাদ্দাম হোসেন, জাকির হোসেন, আলাউদ্দিনসহ স্থানীয় লোকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা প্রতিবাদকারীদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ সময় প্রতিবাদকারীরাও মাদক ব্যবসায়ীদের বাড়িঘরে পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ফের সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুগড়াকুল এলাকায় এসে প্রতিবাদকারীদের বাড়িঘরে ফের হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় জাকির হোসেন, আলাউদ্দিন, শিপন, মালি, আমির আলী, হিরণ নামে ৬ জন আহত হয়েছেন। অপর দিকে, উল্লেখিত মাদক ব্যবসায়ীরা উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
×