ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে বাদীকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০৪:১১, ৯ মার্চ ২০১৫

বরিশালে বাদীকে  প্রাণনাশের  হুমকি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য আসামি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় রবিবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের। জানা গেছে, উপজেলার পশ্চিম তেরচর গ্রামের এক কিশোরীকে (১৫) তার বোনজামাতা দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের আতিকুর রহমানের বাড়িতে গত ২৮ ফেব্রুয়ারি রাতে জোরপূর্বক ধর্ষণ করে পার্শ্ববর্তী বড় পাতারচর গ্রামের সহিদ হাওলাদারের পুত্র প-িত হাওলাদার (২৭)। বিষয়টি মীমাংসার জন্য ইউপি সদস্য স্বপন হাওলাদার ও হাবিবুর রহমান সময়ক্ষেপণ করে তালবাহানা শুরু করেন। এর পর ১ মার্চ ধর্ষিতার বোনজামাতা বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়েরের পর পুলিশ ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাল্টে দেয়াসহ মামলা প্রত্যাহারের জন্য আসামি প-িত হাওলাদার ও তার নিকট আত্মীয় ইউপি সদস্য স্বপন হাওলাদার, হাবিবুর রহমান ও ভাড়াটিয়া সন্ত্রাসী সোহেল মোবাইল ফোনে মামলার বাদীকে (আতিকুর রহমানকে) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। হুমকির অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে মুলাদী থানার ওসি বলেন, আসামি ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
×