ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব নারী দিবসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিচ্ছবি’

প্রকাশিত: ০৭:০৫, ৮ মার্চ ২০১৫

বিশ্ব নারী দিবসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিচ্ছবি’

স্টাফ রিপোর্টার ॥ আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবস উপলক্ষে ইউভি ফিল্মের প্রযোজনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিচ্ছবি’। এটি পরিচালনা করেছেন শেকড় আহমেদ। চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন তামান্না টিফ শুদ্ধতা, লিভা, তানভির তমাল, ফখরুল মজুমদার, এনা, সৈকত ইসলাম প্রমুখ। চিত্র গ্রহণে ছিলেন বিকাশ সাহা। ঢাকার নিউমার্কেট এবং হাতিরপুল এলাকায় চলচ্চিত্রের দৃশ্য ধারণ করা হয়েছে। প্রসঙ্গত পৃথিবীর আদিমতম ব্যবসা হলো শরীরবৃত্তীয় ব্যবসা। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই পেশা চলে আসছে। কিন্তু সব সময়ই এই পেশাকে দেখা হয় অন্য চোখে। আর এই পেশার সঙ্গে যুক্ত শরীর শিল্পীদের রাখা হয় সমাজের নিকৃষ্টতম স্থানে। আমরা যেই পেশাটা নিয়ে কথা বলছি, সেটা হলো তথাকথিত ভাষায় পতিতাবৃত্তি। বর্তমান এই সময়ে এসে পতিতাবৃত্তির ধরন, রকমের অনেক পরিবর্তন হয়েছে। এই সময়ে এসে পতিতাবৃত্তিরূপ পেয়েছে উঁচু তলা আর নিচু তলার। আধুনিক যুগে উপরের তলার পতিতাদের সম্মান করা হয়। কেউ কেউ উঁচু তলার এই বিষয়টিকে স্টাইল কিংবা ফ্যাশন হিসেবে বিবেচনা করে। কিন্তু আজও যারা শুধু পেটের তাগিদে পতিতাবৃত্তির কাজটা করে যাচ্ছেন তাদের বিন্দু পরিমাণ সম্মান করা হয় না। তাদের দেখলেই আমরা নাক সিটকাই। যারা পেটের তাগিদে পতিতাবৃত্তিকে বেছে নিয়েছে তাদের সমাজে স্থান না দিতে পারি কিন্তু তাদের যেন কখনও ঘৃণা না করি। দর্শকদের জন্য চলচ্চিত্র অনলাইনে মুক্তি দেয়া হয়েছে।
×