ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাফার্জ সুরমার ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৫:৫৪, ৮ মার্চ ২০১৫

লাফার্জ সুরমার ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে আলোচিত লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল। চূড়ান্ত লভ্যাংশের ফলে মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ১০ শতাংশ। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। বছর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৩ পয়সা। লাফার্জ সুরমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ এপ্রিল। দুই কোম্পানির লেনদেন শুরু আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ রেকর্ড ডেটের পর তালিকাভুক্ত ২ কোম্পানির লেনদেন চালু হবে আজ রবিবার। কোম্পানি দুটি হচ্ছেÑ ফারইস্ট ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বিএটিবিসি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন বন্ধ ছিল। ফার ইস্ট ফাইন্যান্স ১০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং বিট্রিশ আমেরিকান ট্যোবাকো ৪৫০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল। উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল বিএটিবিসি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর ফারইস্ট ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে।
×