ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুবদলের প্রাথমিক ক্যাম্পে ৩৭ ফুটবলার

প্রকাশিত: ০৫:৫১, ৮ মার্চ ২০১৫

যুবদলের প্রাথমিক ক্যাম্পে ৩৭ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত ‘এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬ কোয়ালিফায়ার্স’-এর খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলের ৩৭ ফুটবলারকে সাভারের বিকেএসপিতে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের লক্ষ্যে আগামী ১০ মার্চ মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে বেলা ১২টায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে হবে। জাতীয় যুবদলে প্রাথমিকভাবে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ১০ জন আছেন ঢাকা আবাহনীর। তারপর আছেন শেখ রাসেলের ৭, শেখ জামাল ধানম-ির ৫, ঢাকা মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদের ৪, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের ২, টিম বিজেএমসি, ফরাশগঞ্জ ও বিকেএসপির ১ জন করে। প্রাথমিক দল ॥ আবাহনীর নাহিদ, ফাহাদ, শাহেদ, সজীব, সাকিল, বাদশা, ওমর, ওয়াহেদ, মিলন, ফারুক; শেখ রাসেলের রাসেল, তপু, হেমন্ত, রাকিবুল, সোহেল, সিফাত, রাব্বি; শেখ জামালের রায়হান, ইয়াছিন, সোহেল রানা, রুবেল মিয়া, তকলিস; মোহামেডানের ফয়সাল, জুয়েল, ইব্রাহিম, সুজন; মুক্তিযোদ্ধার জাবেদ, আনিসুর, নাইমুর, বিশ্বজিৎ; ব্রাদার্সের মেজবাহ, কায়সার; রহমতগঞ্জের কৃষ্ণ, আবসার; বিজেএমসির নাঈম; ফরাশগঞ্জের রাফি ও বিকেএসপির মাসুদ। জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্ব শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের উদ্বোধন হয়েছে শনিবার। উদ্বোধনী দিনের খেলায় রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন আল হিকমা মুসুলম একাডেমিকে হারিয়ে চমক সৃষ্টি করে। এছাড়া কেরামতিয়া হাইস্কুল ৩-১ গোলে নবাব হাবিবউল্লাহ স্কুলকে এবং খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে কুমিল্লা হাইস্কুলকে হারায়। দি এইডেড হাইস্কুল গোলশূন্য ড্র করে যশোরের বিএএফ শাহীন স্কুলের সঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মার্কেটিং এ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার আযম খান। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা লিমিটেডের উপদেষ্টা প্রশাসন কর্র্নেল (অব) মীর মোতাহার হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, জাতীয় স্কুল হকি কমিটির সম্পাদক মামুন উর রশিদ, সাবেক জাতীয় হকি খেলোয়াড় বায়জিত হায়দার ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা। সুপার লীগে উত্তীর্ণ ৩২ স্কুল দলকে জাতীয় স্কুল হকি কমিটির পক্ষ থেকে একটি করে গোলকিপার সেট ও ১৬ জোড়া সিংগার্ড বিতরণ করা হয়। পাইওনিয়ার ফুটবল লীগ স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লীগের দ্বিতীয় দিনের খেলায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে উত্তরা ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে ব্ল্যাক লেপার্ড এফসিকে, বাসাবো মাঠে তারেক রহমান স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে কমিশনার শফিউদ্দিন স্মৃতি সংসদকে, মোহাম্মদপুর মাঠে কামরুল স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ধানম-ি ফুটবল একাডেমিকে, আউটার স্টেডিয়ামে লীগের নবাগত দল বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ২-১ গোলে মনসুর স্পোর্টিং ক্লাবকে, বাংলাদেশ বয়েস ক্লাব ৯-০ গোলে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমিকে হারায়। এছাড়া লালবাগ মাঠে আমলিগোলা ফুটবল ক্লাব ২-২ গোলে ড্র করে হাজী মফিজ ফুটবল একাডেমির সঙ্গে। রাগবিতে বাংলাদেশের জয় স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবার আন্তর্জাতিক রাগবি প্রতিযোগিতায় অংশ নিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ জাতীয় রাগবি দল। শনিবার ভারতের চেন্নাইয়ে চলমান অলিম্পিক প্রি-কোয়ালিফাই সেভেন সাইড রাগবি প্রতিযোগিতায় বাংলাদেশ দল তাদের দ্বিতীয় খেলায় ৩৬-০ পয়েন্টে হারায় নেপাল জাতীয় রাগবি দলকে। অবশ্য নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ভারত ‘এ’ দলের কাছে হারে ৩৯-০ পয়েন্টে।
×