ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবি শিক্ষক শফিউল হত্যার ঘটনায় আলোচিত রেশমা গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৫, ৮ মার্চ ২০১৫

রাবি শিক্ষক শফিউল হত্যার ঘটনায় আলোচিত রেশমা গ্রেফতার

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের নেপথ্যে সন্দেহভাজন নাসরিন আখতার রেশমাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর মেহেরচ-ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেশমা রাবি ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালাম পিন্টুর স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সেকশন অফিসার। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম রেশমাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনার তদন্তে কয়েকবার রেশমার নাম আসে। তবে সেসময় থেকে রেশমা আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। মাগুরা আওয়ামী লীগের সম্মেলন আজ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ মার্চ ॥ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ রবিবার অনুষ্ঠিত হবে । ২০০৪ সালের ৪ এপ্রিল সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল । সম্মেলন উপলক্ষে শহরের ভায়নার মোড়, চৌরঙ্গী মোড় এবং বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছে গেট। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নোমানী ময়দানে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি প্রমুখ । খোলা আকাশের নিচে স্কুল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার পদ্মাচরের দিঘীরপাড় সরিষাবনের শামসুল হক সরকার মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। এখানে শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীতে অধ্যায়নরত রয়েছে সরিষাবন, ধানকোঁড়া ও কান্ধারবাড়ি গ্রামের প্রায় আড়াই শ’ শিশু । ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সেকু শিকদারের বাড়ির বরই গাছতলায় এই কার্যক্রম শুরু হয়। এক হাজার টাকা বেতনে তিন শিক্ষক ক্লাস নিচ্ছেন। গবেষক সম্মেলন বাকৃবি সংবাদদাতা ॥ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর এডুকেশন ও রিসার্চের (বিএসভিইআর) উদ্যোগে দেশের ভেটেরিনারি শিক্ষা ও গবেষকদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। বিএসভিইআর সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রফিকুল হক, অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম শাহি আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।
×