ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেট্রোলবোমায় দগ্ধ ৩০ জনকে অর্থ সহায়তা দিল বৃত্তান্ত ৭১ ফাউন্ডেশন

প্রকাশিত: ০৫:১৬, ৭ মার্চ ২০১৫

পেট্রোলবোমায় দগ্ধ ৩০ জনকে অর্থ সহায়তা দিল বৃত্তান্ত ৭১ ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে পেট্রোলবোমা ও সহিংসতায় দগ্ধ ৩০ জনকে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বৃত্তান্ত ৭১ ফাউন্ডেশন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রতি রোগীকে ৫০ হাজার টাকা করে তাদের পরিবারের হাতে তুলে দেন। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। তিনি জানান, আমি দগ্ধের দৃশ্য দেখতে পারি না। তারপরও দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে এদেরকে দেখতে এসেছি। আসাদুজ্জামান নূর জানান, বিএনপি-জামায়াত যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটা কোন আন্দোলন হতে পারে না। আমরাও তো বিরোধী দলে ছিলাম। কিন্তু কখনও তো আমরা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করিনি। তিনি জানান, বিএনপি-জামায়াত এক দিকে বলছে এ আন্দোলন জনগণের আন্দোলন। অন্যদিকে তারা সেই জনগণকেই পুড়িয়ে মারছেন। আর্থিক সহায়তা প্রদানের সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, চিত্রশিল্পী রফিকুন্নবী, শাহাবুদ্দিন আহমেদ ও মোঃ মনিরুজ্জামান, বার্ন ইউনিটের সাবেক প্রকল্প পরিচালক ডাঃ সামন্তলাল সেন, বৃত্তান্ত ৭১ ফাউন্ডেশনের সভাপতি মোঃ তানভীর উপস্থিত ছিলেন।
×