ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে ককটেল বিস্ফোরণে ট্রাফিক সার্জেন্ট আহত

প্রকাশিত: ০৮:২২, ৬ মার্চ ২০১৫

রাজধানীতে ককটেল  বিস্ফোরণে ট্রাফিক  সার্জেন্ট আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে হরতাল ও অবরোধকারীদের ককটেল বিস্ফোরণে পুলিশের এক সার্জেন্ট আহত হয়েছেন। তার নাম মাসুদ। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্তব্য পালন করছিলেন সার্জেন্ট মাসুদ। এতে সার্জেন্ট মাসুদের চোখের পাশে স্পিøন্টার বিদ্ধ হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। ১২ পেট্রোলবোমা উদ্ধার ॥ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকা থেকে ১২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব-১০। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে মীর হাজিরবাগের ৪৮১/৮ নম্বর বাড়ির পাশের রাস্তার কোণ থেকে এই পেট্রোলবোমাগুলো উদ্ধার করে র‌্যাব-১০ এর এই দলটি। র‌্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ সোনাহর আলী জানান, পেট্রোলবোমাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তিনি জানান, দুর্বৃত্তদের রেখে যাওয়া এই বোমাগুলো নাশকতা চালানোর উদ্দেশ্যে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে
×