ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ. কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা

প্রকাশিত: ০৫:৫৫, ৬ মার্চ ২০১৫

দ. কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর  হামলা

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্ক লিপার্ট (৪২) ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি আশঙ্কামুক্ত বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানী সিউলে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে তার ওপর হামলা করেন এক ব্যক্তি, যিনি হামলার সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্যে আপত্তি জানিয়ে চিৎকার করেন। খবর ওয়েবসাইটের। হামলার পর হাসপাতালে নেয়ার পথে লিপার্টের মুখের একপাশের জখম থেকে রক্ত ঝরতে দেখা গেছে। হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, আমরা তীব্রভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা খবর পেয়ে লিপার্টকে ফোন করে দ্রুত তার সুস্থতা কামনা করেছেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কিম কি-জং ৫৫ একটি ছোট ফল কাটার ছুরি নিয়ে হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। এর আগে ২০১০ সালে সিউলে জাপানি রাষ্ট্রদূতের ওপরও একবার ঢিল ছুড়ে তিনি হামলার চেষ্টা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। কোরীয় পোশাক পরিহিত কিম হামলার আগে চিৎকার করে দক্ষিণ ও উত্তর কোরিয়ার পুনরেকত্রীকরণের কথা বলেন। চলতি সপ্তাহে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার দিকে ইঙ্গিত করে ‘যুদ্ধ মহড়া’রও বিরোধিতা করে চিৎকার করেন তিনি।
×