ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এখনও চার্জশীট দেয়নি র‌্যাব ত্বকী হত্যার দ্বিতীয় বার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৪২, ৬ মার্চ ২০১৫

এখনও চার্জশীট দেয়নি র‌্যাব ত্বকী হত্যার দ্বিতীয়  বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আজ ৬ মার্চ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দ্বিতীয় বার্ষিকী। মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব তদন্তের দায়িত্ব পাওয়ার পর দেড় বছর অতিবাহিত হলেও আদালতে চার্জশীট দাখিল করতে পারেনি। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ নেতৃবৃন্দ দাবি করেছেন, চার্জশীট তৈরির কাজ শেষ হলেও রাজনৈতিক প্রভাবের কারণে আদালতে দাখিল করা হচ্ছে না। এদিকে ত্বকী হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া আসামি সুলতান শওকত ভ্রমর জামিনের পর থেকে এখনও পর্যন্ত পলাতক রয়েছে। অন্যদিকে র‌্যাব জানিয়েছে, অবিলম্বেই চার্জশীট দাখিল করা হবে। পলাতক আসামি ভ্রমরকে খোঁজা হচ্ছে। গত দুই বছরেও চার্জশীট দাখিল না করায় ক্ষোভ প্রকাশ করে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, গত বছরের মার্চ মাসে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান খসড়া চার্জশীটের বিষয়টি জানিয়ে সাংবাদিকদের জানান, ‘আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে হত্যা করা হয়। অবিলম্বেই চার্জশীট দাখিল করা হবে।’
×