ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে পঞ্চগড়ে প্রতিরোধ কমিটি

প্রকাশিত: ০৪:৩০, ৬ মার্চ ২০১৫

সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে পঞ্চগড়ে প্রতিরোধ কমিটি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালে সন্ত্রাস ও নাশকতামূলক ঘটনা ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে প্রত্যেক গ্রামগঞ্জে এবং বড়বড় হাট-বাজারে সর্বদলীয় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পেট্রোলবোমাসহ বোমাবাজদের ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট ব্যক্তিগত তহবিল থেকে এই পুরস্কারের অর্থ প্রদানের পাশাপাশি বিভিন্নস্থানে প্রহরারত আনসার-ভিডিপি সদস্যদের প্রত্যেককে একটি করে টর্চ লাইট দেয়ারও ঘোষণা দিয়েছেন। এছাড়াও গ্রামগঞ্জে গঠিত প্রতিরোধ কমিটির সদস্যগণ লাঠি-বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে সহযোগিতা করবেন বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন আয়োজিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধমূলক এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
×