ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন বছরেও নির্মাণ হয়নি চাঁপাইয়ে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র

প্রকাশিত: ০৪:২৮, ৬ মার্চ ২০১৫

তিন বছরেও নির্মাণ হয়নি চাঁপাইয়ে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ উত্তরাঞ্চল তথা বিশাল বরেন্দ্র অঞ্চলের লালমাটি ও পদ্মা, যমুনা বিধৌত চরাঞ্চলের কৃষকদের মানোন্নয়ন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র প্রকল্পটি নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি বৈশ্বিক আবহাওয়া মোকাবেলাসহ জলবায়ু পরিবর্তনে কৃষির উপর বিরূপ প্রভাব রুখে দিতে ৪ বছর আগে নেয়া প্রকল্পটি বর্তমানে ভেস্তে যেতে বসেছে। পরিকল্পনাটি বাস্তবায়নে বাছাই করা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল। কারণ এ অঞ্চল দিয়ে পদ্মা ও মহানন্দার অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে। দ্রুত বাস্তবায়নে প্রকল্পের চুলচেরা বিশ্লেষণ করে এখানকার প্রশাসনের কাছে চাওয়া হয়েছিল মাত্র তিন একর জমি। ঢাকার বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ওপর অর্পিত দায়িত্ব পালনে তারা চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের সূচনা করেছিল। আর সেজন্য প্রয়োজন পড়েছিল তিন একর উন্মুক্ত জায়গা। স্থানটি নির্ধারণে প্রাথমিক কাজও শেষ হয়েছিল। যা সদর উপজেলার দ্বিতীয় মহানন্দা সেতুসংলগ্ন সাহেবের ঘাট এলাকায় বরাদ্দের কথা ছিল। ২০১১ সালের অক্টোবর মাসের পরিকল্পনা গ্রহণসহ বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি।
×