ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এয়ারটেল-সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে চুক্তি সই

প্রকাশিত: ০৪:০৪, ৬ মার্চ ২০১৫

এয়ারটেল-সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে চুক্তি সই

বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) সঙ্গে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি বনানীর তাজওয়ার সেন্টারে এয়ারটেলের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে এয়ারটেলের গ্রাহকরা তাদের ভিসা/ মাস্টার ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে এয়ারটেলের ওয়েবসাইট, এয়ারটেলের অনলাইন এক্সপেরিয়েন্স সেন্টার এবং এয়ারটেল বাজ এ তাদের বিল এবং এ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন। পেমেন্টসমূহ রিয়েল-টাইমে অর্থাৎ যখন লেনদেন হচ্ছে তখনই এয়ারটেলের সিস্টেমে আপডেট হয়ে যাবে। এক্ষেত্রে সফটওয়্যার শপ লি (এসএসএল) এয়ারটেলকে সমস্ত কারিগরি সহায়তা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চীফ সার্ভিস অফিসার এবং হেড অব এম-কমার্স রুবাবা দৌলা, হেড অব সার্ভিস এক্সপেরিয়েন্স এ্যান্ড অপারেশন এক্সিলেন্স জাকিয়া সুলতানা, সার্ভিস এক্সপেরিয়েন্স এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ নাজিমুদ্দিন খান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×