ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গ্রামবাসীর সঙ্গে বনকর্মীদের সংঘর্ষ, আহত ১০ নিজস্ব সংবাদদাতা, গাজীপ

প্রকাশিত: ০৮:৩৩, ৫ মার্চ ২০১৫

গাজীপুরে গ্রামবাসীর সঙ্গে বনকর্মীদের সংঘর্ষ, আহত ১০ নিজস্ব সংবাদদাতা, গাজীপ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ মার্চ ॥ গাজীপুরে বনের জায়গায় স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান করার সময় বাধা দিতে গিয়ে বুধবার বনকর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীরা গুলি ছুড়েছে। সংঘর্ষে বনকর্মীসহ ১০ জন আহত হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও বনকর্মীরা জানায়, গাজীপুর সদর উপজেলার গজারিয়াপাড়া গ্রামে রেঁনেসা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য স্কুল কর্তৃপক্ষ স্কুলের পার্শ্ববর্তী ভাওয়াল জাতীয় উদ্যানের বাউপাড়া বনবিটের আওতাধীন গজারিয়াপাড়া এলাকায় বন বিভাগের জমিতে বুধবার অস্থায়ী মঞ্চ তৈরি করে। সন্ধ্যার পর (৭টার দিকে) ওই বনবিটের লোকজন এসে বাধা দেয় এবং বনভূমি অবৈধভাবে ব্যবহার করার অভিযোগে রেঁনেসা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফ হোসেনকে আটক করে। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠে এবং উভয় পক্ষের মাঝে বাগ্বিত-া ও হাতাহাতি হয়। এ সময় বনকর্মীরা বাধা দিলেও এলাকাবাসী প্রধান শিক্ষককে ছিনিয়ে নেয়। এ ঘটনায় উভয়পক্ষের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ক্ষুব্ধ এলাকাবাসী বনকর্মীদের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ওই বনবিটের কর্মকর্তা মোঃ মহসিন হাওলাদার, বনপ্রহরী মেহেদুল ইসলাম, হোসেন আহমদ, কবির হোসেন, আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন ও জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ফয়েজ আহমদসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়। একপর্যায়ে বনকর্মীরা আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর রাত আটটার দিকে স্থানীয় একটি পোশাক কারখানার আনসার সদস্য আশরাফুল ইসলাম (৩০) ঘটনাস্থলে আসে। এ সময় তার গায়ে খাকি পোশাক দেখে এলাকাবাসী বনকর্মী ভেবে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে আশরাফুলকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
×