ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জবিতে ই-লাইব্রেরি ও পত্রিকা সংরক্ষণ শাখা উদ্বোধন

প্রকাশিত: ০৬:১১, ৪ মার্চ ২০১৫

জবিতে ই-লাইব্রেরি ও  পত্রিকা সংরক্ষণ  শাখা উদ্বোধন

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে ই-লাইব্রেরি ও দৈনিক পত্রিকা সংরক্ষণ শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শাখা দুটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে তার লাইব্রেরি। তাই লাইব্রেরিকে আন্তর্জাতিক ও উন্নতমানের, আধুনিক ও যুগোপযোগী করার জন্য ই-লাইব্রেরির কোন বিকল্প নেই। ই-লাইব্রেরি চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীরা বিশ্বের খ্যাতনামা বিভিন্ন প্রকাশনা সংস্থার চব্বিশ হাজার বই পড়ার সুযোগ পাবে। এছাড়া দৈনিক পত্রিকা সংরক্ষণ শাখার মাধ্যমে ছাত্রছাত্রী ও গবেষকগণ উপকৃত হবেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা ই-লাইব্রেরির মাধ্যমে যাতে বিশ্বের খ্যাতনামা প্রকাশনাসমূহ ব্যবহারের সুযোগ পায় তার জন্য পরবর্তী বাজেটে আরও বেশি বরাদ্দ রাখা হবে।
×