ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৮, ৩ মার্চ ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুধীর বরন মাঝি, শিক্ষক, ডক্টর মালিকা কলেজ , ঢাকা। .................................................. (পূর্ব প্রকাশের পর) ১২। রেড ক্রিসেন্টর মূল উদ্দেশ্য হলো - (র) প্রাকৃতিক দূর্যোগে বিপর্যপ্ত মানুষকে উদ্ধার করা (র র) বাস্তু হারা মানুষকে সাহায্য করা (র র র) যুদ্ধাহত মানুষকে উদ্ধার করা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। আন্তজাতিক রেডক্রিসেন্টের মূল নীতি হলো - (র) মানবতা (র র) সার্বজনীনতা (র র র) নিরপেক্ষতা নিচের কোনটি সঠিক (ক) রর ও ররর (খ) রর ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১৪। প্রাথমিক চিকিৎসকের কাজ হলো - (র) রোগ নির্নয় করা (র র) স্থানান্তর করা (র র র) চিকিৎসাকরা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১৫। বাংলাদেশে এইডস ছড়িয়ে পড়তে পারে - (র) ভৌগলিক কারনে (র র) আর্থ সামাজিক কারনে (র র র) রাজনৈতিক কারনে নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । ১৬। এইডস ব্যাধি হিসেবে পরিচিত - (র) ঘাতক (র র) সংক্রামক (র র র) সাধারণ নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । ১৭। এইডস আক্রন্ত ব্যক্তির উপর অর্থনৈতিক যে প্রভাব পড়ে তাহলো - (র) কর্মক্ষমতা কমে যায় (র র) আয় রোজগার ব্যহত হয় (র র র) কাজেরপ্রতি অনিহা সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক (ক) রর ও ররর (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর । ১৮। এইডস আক্রান্ত ব্যক্তির লক্ষন হচ্ছে - (র) দ্রুত ওজন হ্রাস পায় (র র) লসিকাগ্রন্থি ফুলে যায় (র র র) দীর্ঘদিন শুকনো কাশি থাকে নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১৯। সামাজিক ভাবে অত্যন্ত গহির্ত অপরাধ হলো - (র) ধুম পান কারা (র র) মাদকাসিক্ত হওয়া (র র র) অনৈতিক দৈহিক সম্পর্ক স্থাপন করা নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । ২০। সুস্থতার পূর্ব শর্ত কোনটি? (ক) পর্যাপ্ত পড়ালেখা (খ) গান শুনা (গ) পর্যাপ্ত ব্যায়ম (ঘ) নিয়মিত ঘুম । উত্তর ঃ ১ (ঘ) ২ (ঘ) ৩ (খ) ৪ (ক) ৫ (গ) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯ (খ) ১০ (ঘ) ১১ (খ) ১২ (ঘ) ১৩ (ঘ) ১৪ (ঘ) ১৫ (খ) ১৬ (খ) ১৭ (ঘ) ১৮ (ঘ) ১৯ (ঘ) ২০ (ঘ)
×