ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৭, ৩ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২০. ‘দুর্গত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হিসেবে তুমি কোনটিকে সমর্থন কর? ক) দুর+গত খ) দু:+গত গ) দু+গর্ত ঘ) দু+অবগত ২১. আলোর দেবতা কে? ক) তারুণ্য খ) বার্ধক্য গ) প্রবীণ ঘ) নেতা ২২. ‘মার্তন্ডপ্রায়’ শব্দের অর্থ - ক) চন্দ্রের মতো খ) সূর্যের মতো গ) আলোর মতো ঘ) অন্ধকার প্রায় ২৩. কোনটিকে অনেকেই আধুনিকতার অংশ মনে করে? ক) অবাধ মেলামেশা খ) মাদকগ্রহণ গ) অনৈতিকতা ঘ) পতিতাবৃত্তি ২৪. ′সুশাসন′ বলতে বোঝায়- র. রাষ্ট্র পরিচালনায় সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা রর. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ররর. রাষ্ট্র পরিচালনায় দলীয় লোকজনের প্রতি পক্ষপাত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. কার বাগানের শখ অদ্যাবধি কল্পনাতেই পুষ্পিত হয়েছে? ক) ইউনুসের খ) মতিনের গ) মকসুদের ঘ) ইয়াসিনের ২৬. ‘ব্যক্তিজীবন অসার’- এ উপলব্ধি কোন চরণের মধ্য দিয়ে প্রকাশিত? ক) শূন্য নদীর তীরে রহিনু পড়ি খ) সকলি দিলাম তুলে থরে-বিথরে গ) শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে ঘ) এপারেতে ছোট খেত আমি একেলা ২৭. ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় বিরহিণীর দশার কথা কোথায় উল্লেখিত রয়েছে? ক) চর্যাপদে খ) বৈষ্ণব কবিতায় গ) শ্রীকৃষ্ণকীর্তনে ঘ) ডাক ও খনার বচনে ২৮. ′বিলাস′ গল্পে বিলাসী ভয়ে নীল হয়ে গিয়েছিল- ক) পোড়ো বাড়েতে ন্যাড়াকে দেখে খ) মুত্যুঞ্জয়কে সাপে কাটতে দেখে গ) মৃত্যুঞ্জয়কে বমি করতে দেখে ঘ) লাঠিসহ গ্রামবাসীকে দেখে ২৯. হৈমনীর বাবা হৈমন্তীকে কী নামে ডাকতেন? ক) হৈম খ) বুড়ি গ) হৈমন্তী ঘ) শিশির ৩০. ‘জিজ্ঞাসু’ শব্দটি ‘একটি ফটোগ্রাফ’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) কৌতূহলী অর্থে খ) প্রশ্ন অর্থে গ) জানা অর্থে ঘ) অভিমান অর্থে ৩১. ′ডেরা′ শব্দটির অর্থ কী? ক) অস্থায়ী বাসস্থান খ) স্থায়ী বাসস্থান গ) লুকোনোর জায়গা ঘ) সুবিশাল গর্ত ৩২. ′বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থায় মানুষের মধ্যে ভোগবাদী প্রবণতা বেড়ে যাচ্ছে′- এখানে ′ভোগবাদী′ কথাটির তাৎপর্য কী? ক) এপিকিউরাসের বিপথগামী শিষ্যদের পাপমূলক সুখের মতবাদ খ) এপিকিউরাসের সুখভোগের মতবাদ গ) একিকিউরাসের অন্যায় উপায়ে সুখ-শান্তি উপভোগ ঘ) এপিকিউরাসের সেই মতবাদ, যার মাধ্যম ইহজীবনে সুখ আসে ৩৩. ‘কবর’ কবিতায় বৃদ্ধ কন্যার সৌন্দর্যকে কীসের সঙ্গে তুলনা করেছেন? ক) রামধনুর ঔজ্জ্বল্য খ) ফুুটফুটে পরী গ) রক্তাক্ত সন্ধ্যা ঘ) সোনালি প্রভাত ৩৪. হুমায়ূন আহমেদ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন- ক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে খ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ) নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৩৫. প্রায় সমগ্র নারীজাতির কথা উল্লেখ কথা উল্লেখ আছে- ক) ′পদ্মরাগ′ গ্রন্তে খ) ′সুলতানার স্বপ্ন′ গ্রন্থে গ) ′স্ত্রীজাতির অবনতি′ প্রবন্ধে ঘ) ′ভ্রাতা-ভগ্নি′ গল্পে ৩৬. ‘রম্ভা’ শব্দ ‘বিলাসী’ গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) আম খ) জাম গ) কলা ঘ) রসনা ৩৭. ‘জীবন-বন্দনা’ কবিতার শেষ পর্যায়ে কবি যাদের কথা ঘৃণার সাথে উচ্চারণ করেছেন- র. কৃষক রর. ক্ষুদ্রমনা ররর. কূপমন্ডূক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩৮. এইচআইভি সংক্রমিত হয় কোন প্রক্রিয়ায়? ক) এক বিছানায় ঘুমালে খ) এক পুকুরে গোসল করলে গ) করমর্দন করলে ঘ) রক্ত আদান-প্রদান করলে
×