ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও বড় ইনিংস খেলতে হবে সৌম্যকে!

প্রকাশিত: ০৫:৫৮, ৩ মার্চ ২০১৫

আরও বড় ইনিংস খেলতে হবে সৌম্যকে!

স্পোর্টস রিপোর্টার ॥ মানুকা ওভাল, ক্যানবেরার এ ভেন্যু দিয়েই এবার বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিরুদ্ধে এ ম্যাচে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। তেজোদীপ্ত ব্যাটিংয়ের জন্য ঘরোয়া ক্রিকেটে নাম কুড়িয়ে ফেলা সৌম্যের আরেকটি বাড়তি যোগ্যতা মিডিয়াম পেস বোলিংটাও মোটামুটি ভাল করতে পারেন। সে কারণেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় তাঁকে এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে দিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপের মতো বড় একটি আসরের প্রথম ম্যাচেই তিনি ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রানের একটি দ্রুতগতির ইনিংস উপহার দেন। ২২ বছর বয়সী এক তরুণ ক্রিকেটার, যার আন্তর্জাতিক ক্রিকেট অভিজ্ঞতা একেবারেই নেই তাঁর কাছ থেকে এমন ইনিংস বের হয়ে আসাটা বিশ্বের ক্রিকেট বিশ্লেষকদেরও বেশ নজর কাড়তে সক্ষম হয়েছে। সেদিন তাঁর খেলা শটগুলো নিয়ে আলোচনাও হয়েছে। লঙ্কানদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও মাত্র ১৫ বলে ৫ চারে ২৫ রানের ইনিংস খেলে প্রমাণ করেছেন তাঁর ব্যাটে বেশ ধারালো ভাব রয়েছে। সৌম্যের ব্যাটিং স্মৃতি ফিরিয়ে এনেছে ১৯৭৮ সালের। ইংলিশ ব্যাটসম্যান ডেভিড গাওয়ার পাকিস্তানের বিরুদ্ধে ম্যানচেস্টারে নিজের প্রথম ম্যাচেই ঝড় তুলে নজর কেড়েছিলেন। তাঁর সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে সৌম্যের। তবে আরও বড় ইনিংস প্রয়োজন তাঁর ব্যাট থেকে বাংলাদেশ দলের। সৌম্যের দেখা দুটি ইনিংস বিশ্লেষণ করে ক্রীড়ালেখক ক্রিশ্চিয়ান রায়ান এমনটাই মনে করছেন। বাঁ-হাতি পেসার লিয়াকত আলীর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তেমন বড় হয়নি। ১৯৭৮ সালে ইংল্যান্ড সফরে সিরিজটাই শেষ ছিল মাত্র ৩ ওয়ানডে খেলা লিয়াকতের। তাঁর বলকে অভিষেক ম্যাচে গাওয়ার এমন একটি শটে বাউন্ডারি হাঁকিয়েছিলেন যা ছিল সত্যিই বিস্ময়কর। ফিল্ডিংয়ে থাকা কেউ নড়ার সুযোগ পাননি, দর্শকরা মুহূর্তের মধ্যে বলকে চার হয়ে যেতে দেখেছিলেন। মানুকা ওভালে তেমনি একটি শট খেলে গাওয়ারের দেখা সেই ব্যাটিংয়ের সঙ্গেই সাজুয্য খুঁজে পেলেন সৌম্যর ব্যাটিংয়ে। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার সৌম্য যে বেশ আক্রমণাত্মক স্বভাবের তাঁর ছাপ দেখালেন ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই। মিড উইকেট দিয়ে এমন এক চার হাঁকালেন তা যেন গাওয়ারকেই মনে করিয়ে দিল। এমন শট অনেকেই খেলেন, তবে যখন অনভিজ্ঞ এক তরুণ যখন এভাবে বলকে বাউন্ডারির বাইরে ফেলেন তখন সেটা অভিভূত হওয়ার মতোই। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার দেশ ত্যাগের আগে দলের তরুণ ক্রিকেটারদের ওপর নির্ভর করছেন এমন কথা জানিয়েছিলেন।এবার বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৯ ক্রিকেটারেরই প্রথম বিশ্বকাপ এটি। এর মধ্যে দুই ম্যাচে খুব বড় ইনিংস খেলতে না পারলেও নিজের জাতটা চেনাতে পেরেছেন সৌম্য। এখন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটি ভাল ইনিংস প্রয়োজন মানুকা ওভালে খেলা ম্যাচটার সপ্তাহখানেক পরেই বাইশে পা দেয়া এ ব্যাটসম্যানের। তিন ওয়ানডে খেলা সৌম্যই বর্তমান দলের মধ্যে সবচেয়ে কম ওয়ানডে খেলেছেন। তিন ওয়ানডে ইনিংস তাঁর ২০, ২৮ ও ২৫ রানের। তবে উচ্চতা ভাল থাকায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পেস ও বাউন্সি উইকেটে তাঁর জন্য বেশ সুবিধা প্রতিপক্ষ পেসারদের বলে হুক, পুল শট খেলা। সেভাবেই বিশ্বকাপে যাওয়ার আগে এবং শুরুর আগে অনুশীলন করেছেন তিনি। আফগান ও লঙ্কানদের বিরুদ্ধে তা ভালভাবেই করে দেখিয়েছেন। তবে বড় ইনিংস আসেনি। বাংলাদেশ দল এবার স্কটল্যান্ডের বিরুদ্ধে আগামী ম্যাচে একটি বড় ইনিংস পাওয়ার আশায় তাকিয়ে থাকবে তাঁর দিকে।
×