ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম সিটি নির্বাচন

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায়

প্রকাশিত: ০৫:৪৮, ৩ মার্চ ২০১৫

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায়

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসার পর এ দুই নগরীতে এখন প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এ নির্বাচন। সরকারী দলসহ সমর্থিত অন্য দলগুলো এ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত হলেও বিএনপিসহ ২০ দল সমর্থিত দলগুলো এ নির্বাচনে নেবে না বয়কট করবে তা এখনও অনিশ্চিত। তবে এ নির্বাচন যেহেতু স্থানীয় পর্যায়ের নির্বাচন সেক্ষেত্রে অনেকে বিএনপিসহ এর সমর্থিত দলগুলো এ নির্বাচনে থাকবে বলে আশা করছে। তবে বিএনপির স্থানীয় সূত্রগুলো বিষয়টি দলীয় হাইকমান্ডের নির্দেশের ওপর নির্ভর করছে বলে সোমবার জনকণ্ঠকে জানিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান আকর্ষণ মেয়র পদে শেষ পর্যন্ত আওয়ামী লীগ কাকে প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছে তা এখনও পরিষ্কার হয়নি। গত দু’মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদফা চট্টগ্রামে এলেও এ বিষয়ে তিনি মুখ খুলেননি। শুধু একবার বলে দিয়েছেন স্থানীয় পর্যায় চূড়ান্ত হিসেবে যার নাম যাবে কেন্দ্রীয়ভাবে তার নাম বিবেচনায় আনা হবে। ফলে এ নিয়ে আওয়ামী লীগের প্রধান তিন প্রার্থী এখন নড়েচড়ে উঠেছেন। এরা হলেন- সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও কোষাধ্যক্ষ ও চউক চেয়ারম্যান আবদুচ ছালাম। দলীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিনের মধ্যে সমঝোতার মনোভাব রয়েছে। কিন্তু আবদুচ ছালাম এককভাবে নিজেকে নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন বহু আগে থেকেই। উঠান বৈঠকের নামে তিনি গত রমজান মাস থেকে প্রচারের গতি যে বাড়িয়ে দিয়েছেন তা এখনও অব্যাহত রয়েছে। অপরদিকে, মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিনকে নিয়েও তৃণমূল পর্যায়ে প্রচারের কমতি নেই। তবে এ দুই নেতা একেবারে হুমরি খেয়ে পড়েননি এখনও। লক্ষণীয় বিষয় হচ্ছে এ তিন নেতা ইতোমধ্যে মিডিয়াকে একাধিক সাক্ষাতকারে বলেছেন, কেন্দ্র যাকে চূড়ান্তভাবে সমর্থন দেবে তার পক্ষে কাজ করে যাবেন। আওয়ামী লীগের জন্য এ ঘটনাটি ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।
×