ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিনি রাগবি

সেন্ট গ্রেগরি হাই স্কুল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৪৫, ১ মার্চ ২০১৫

সেন্ট গ্রেগরি হাই স্কুল চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘হেলথ ফার্স্ট মিনি রাগবি অনুর্ধ-১১ প্রতিযোগিতা’র ফাইনালে সেন্ট গ্রেগরি হাই স্কুল ২৯-৫ পয়েন্টে রহমতুল্লাহ মডেল হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের হামীম। গত মিনি রাগবি প্রতিযোগিতায় রহমতুল্লাহ মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল রানার্সআপ হয়েছিল। পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাজিবউদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী। চ্যাপেল-হ্যাডলি ট্রফি নিউজিল্যান্ডের হল অব ফেমে মার্টিন ক্রো স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাপেল-হ্যাডলি ট্রফি জিতে নেয় নিউজিল্যান্ড। ২০০৪ সাল থেকে দু’দলের মধ্যকার ওয়ানডে ম্যাচ বা সিরিজ চ্যাপেল-হ্যাডলি ট্রফি নামে পরিচিত। এ পর্যন্ত আটটি সিরিজের মধ্যে অস্ট্রেলিয়া চারটিতে ও নিউজিল্যান্ড দুটিতে জয় লাভ করে, বাকি দুটি সিরিজ ড্র হয়। কিউইদের দারুণ এই সাফল্যের দিনেই আইসিসির ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্ত হন দেশটির সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। ইতিহাসের গৌরবময় এই তালিকার ৭৯ নম্বর ও তৃতীয় ‘ব্ল্যাক-ক্যাপস’ ক্রিকেটার হিসেবে নাম লেখালেন ক্যান্সারের সঙ্গে লড়াইরত ৫২ বছর বয়সী কিংবদন্তি।
×