ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসএসসি ও সমমান ॥ আজকের পরীক্ষা শনিবার

প্রকাশিত: ০৬:০৩, ১ মার্চ ২০১৫

এসএসসি ও সমমান ॥ আজকের পরীক্ষা শনিবার

স্টাফ রিপোর্টার ॥ অবরোধের মধ্যেই বিএনপি-জামায়াতের ডাকা হরতালে আজ ও আগামী মঙ্গলবারের এসএসসি পরীক্ষাও পিছিয়ে গেল। আজকের পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবারের পরীক্ষা পিছিয়ে দেয়া হলেও নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে হবে। শনিবার হেয়ার রোডে সরকারী বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষাসূচী পরিবর্তনের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ নিয়ে অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসি ও সমমানের ১২ দিনের ২৫১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল। এবার এসএসসির পরীক্ষা নেয়া সম্ভব হয়েছে কেবল সাত দিন। তাও ছুটির দিন শুক্র ও শনিবার। আগের চার সপ্তাহের মতোই শুক্রবার বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে আজ থেকে হরতালের ডাক দেয়া হয়েছে। জানা গেছে আজ এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান ও দাখিলে সামাজিক বিজ্ঞান, তাজবীদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ), তাজবীদ (হিফজুল কুরআন গ্রুপ) পরীক্ষা হওয়ার কথা ছিল। এসএসসি ভোকেশনালে উচ্চতর গণিত-২ (৮৩২১), হিসাববিজ্ঞান-২ (৮৩২২) (সৃজনশীল), বাণিজ্যিক ভূগোল-২ (৮৩২৩) (সৃজনশীল), কৃষি শিক্ষা-২ (৮৩২৪) (সৃজনশীল) এবং ভোকেশনাল দাখিলে ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৬২টি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন এই পরীক্ষাগুলো হবে ১৪ মার্চ। আর তার আগের দিন ১৩ মার্চ হবে এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম পরীক্ষা। দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ্ এবং এসএসসি ভোকেশনালে পদার্থবিজ্ঞান-২ (১৯২৫) (সৃজনশীল), পদার্থবিজ্ঞান-২ (৮১২৪) (সৃজনশীল/সাধারণ) ও দাখিল ভোকেশনালে পদার্থবিজ্ঞান-২ (১৭২৫) (সৃজনশীল), পদার্থবিজ্ঞান-২ (৮৫২৫) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১২ ফেব্রুয়ারি এই পরীক্ষাগুলো হওয়ার কথা থাকলেও হরতাল ডাকায় আগের দিন তা স্থগিত করা হয়, তবে সে সময় তারিখ ঘোষণা করা হয়নি। আগামী মঙ্গলবার এসএসসিতে জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি এবং দাখিলে ইসলামের ইতিহাস, জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং ভোকেশনাল দাখিলে উচ্চতর গণিত-১ (১৮২১), সামাজিক বিজ্ঞান-১ (৮৬২৫), কৃষি শিক্ষা পরীক্ষা নির্ধারিত ছিল। এ পরীক্ষা গ্রহণের নতুন তারিখ পরে জানিয়ে দেয়া হবে। ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। হরতালে পরীক্ষা পেছানোয় ছুটির দিনে পরীক্ষায় বসতে হচ্ছে শিক্ষার্থীদের। এর আগে ২, ৪, ৮, ১০, ১২ ও ১৫, ১৮, ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়। সরকার, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পরীক্ষার সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচী না দেয়ার আহ্বান থাকলেও তাতে বিএনপির সাড়া মেলেনি। বরং গত ৫ জানুয়ারি থেকে অবরোধ চালিয়ে আসা দলটি পরীক্ষার এই মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিনই হরতাল দিচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনিশ্চয়তার ভেতর ফেলে দিতে পারি না। উদ্বেগের মধ্যে শিক্ষার্থীরা কাক্সিক্ষত ফল করতে পারবে না। তাই পরীক্ষা পিছিয়ে দেয়া হলো। তিনি আগের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিএনপি-জামায়াত জোটের হরতালে ২০১৩ সালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়। ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দু’বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়। গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষাও বিএনপির হরতালের কবলে পড়ে। হরতালে জেএসসি-জেডিসির চার দিনে নয়টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
×