ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্পর্ক জোরদারে ঢাকায় সুইস প্রতিনিধি দল

প্রকাশিত: ০৮:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

সম্পর্ক জোরদারে ঢাকায় সুইস প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক বন্ধন আরও দৃঢ় করতে দ্বিপক্ষীয় আলোচনা আগামীকাল রবিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এই আলোচনায় যোগ দিতে শুক্রবার একটি সুইস প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সুইজারল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায় দ্বিপক্ষীয় আলোচনায় সুইজারল্যান্ডের পক্ষে পররাষ্ট্র দফতরের সহকারী উপসচিব রাষ্ট্রদূত জোহানেস ম্যাটেসে এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয়ের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ, উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরও শক্তিশালীকরণ বিষয়ে আলোচিত হবে। আলোচনায় সম্ভাবনাময় নতুন ক্ষেত্র নবায়নযোগ্য জ্বালানির বিষয়টিও স্থান পাবে। এর আগে ২০১৩ সালে ঢাকায় বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক বন্ধন শক্তিশালীকরণ বিষয়ে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হয়। দূতাবাস জানায়, চারদিনের সরকারী সফরে ম্যাটেসে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। তিনি সুশীল সমাজ ছাড়াও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে সুইস অর্থায়নে বাস্তবায়িত বরগুনায় একটি প্রকল্প পরির্দশনে যাওয়ার কথা রয়েছে ম্যাটেসের।
×