ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বান্দরবানে দুই বাঁধ কেটে দেয়ায় সঙ্কটে বোরো চাষী

প্রকাশিত: ০৪:১১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বান্দরবানে দুই বাঁধ কেটে দেয়ায় সঙ্কটে বোরো চাষী

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৭ ফেব্রুয়ারি ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দুর্বৃত্তরা বোরো মৌসুমে শুরুতেই দুটি সেচ বাঁধ কেটে দেয়ায় পানি সঙ্কটের কারণে চাষীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, গত রবিবার ভোরে একদল দুর্বৃত্ত নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের চাক হেডম্যানপাড়া ও বাইশারী সদরের রাজঘাটের সেচ বাঁধটি কেটে দিয়ে চলে যায়। ফলে বাঁধের সব পানি চলে যাওয়ার কারণে ৫শ’ একর জমিতে সেচ দেয়া যাচ্ছে না। দ্রুত বাঁধ নির্মাণ না হলে ৫শ’ একর জমিতে লাগানো ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে এবং কৃষক পরিবারগুলো পথে বসবে। বাইশারী রাজঘাটের সেচ বাঁধটি ভেঙ্গে যাওয়ার ফলে শুধু কৃষক ক্ষতিগ্রস্ত নয়, বাইশারীর ৫টি গ্রামের শত শত লোকের যাতায়াতের রাস্তাটিও ভেঙ্গে গেছে। এ বাঁধের ওপর দিয়ে চলাচল করত স্থানীয়রা। স্থানীয় কৃষক মোঃ ইউসুফ ডিলার বলেন, বিকল্প পদ্ধতিতে দুই সপ্তাহের ভেতর পানি সংগ্রহ করতে না পারলে ৫শ’ একর ধান মরে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেচ বাঁধটি ভেঙ্গে যাওয়ার ফলে স্থানীয় কৃষক পরিবার ছাড়াও সাবেক ইউপি সদস্য মোঃ শফির বাড়িঘর খালের পানিতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। সেচ বাঁধ কমিটির সদস্য নুরুল হাকিম জানান, লাখ টাকায় ব্যয়ে নির্মিত সেচ বাঁধটি কেটে দেয়ায় কৃষক এখন দিশেহারা, সময় মতো পানি সরবরাহ করতে না পারলে কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপি চেয়ারম্যান মনোয়ারুল হক মনু বলেন, সেচ বাঁধটি সংস্কারের জন্য বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
×