ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে তুষারধসে ১২৪ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৭:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

আফগানিস্তানে তুষারধসে ১২৪ জনের প্রাণহানি

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলীয় পানশির উপত্যকায় ভয়াবহ তুষারধসে অন্তত ১২৪ জনের প্রাণহানি হয়েছে। তুষারধসে চাপা পড়েছে ষাটেরও বেশি বসতবাড়ি। এসব বাড়িতে নিখোঁজ রয়েছে বহুলোক। খবর গার্ডিয়ান অনলাইনের। পানশির উপত্যকার ভারপ্রাপ্ত গবর্নর আবদুল রহমান কাবিরিকে উদ্ধৃত করে বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। কাবিরি জানান, তুষারধসের পর প্রশাসনের তরফ থেকে উপদ্রুত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ১২৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত করলেও জরুরি বিভাগের কর্মকর্তারা হতাহতের বিষয়ে কোন কথা বলেননি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বড় একটি এলাকা গত ২৪ ঘণ্টাই তুষারে ঢাকা পড়ে রয়েছে।
×