ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৬:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

নাটোরে কৃষি উপকরণ বিতরণ

সংবাদদাতা, নাটোর, ২৫ ফেব্রুয়ারি ॥ খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বুধবার নাটোরের লালপুর উপজেলার ১১ কৃষককে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ৯০ হাজার টাকা মূল্যের ১১টি পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। ২২ শিক্ষার্থীর বৃত্তি লাভ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের ২২ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এ অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ‘ফ্রেন্ডস ফাউন্ডেশন বৃত্তি’ লাভ করায় প্রতিষ্ঠানটিতে বুধবার আনন্দের বন্যা বয়ে যায়। একই সঙ্গে এতে এবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে একই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর ছাত্রী রামিশা তাসনিম মুফতি। সে ১৪শ’ ৫৭ পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৮১ শতাংশ নম্বর পেয়ে এই গৌরব অর্জন করে। ভাঙ্গায় সংঘর্ষ, আহত ২৫ সংবাদদাতা, ভাঙ্গা, ফরিদপুর, ২৫ ফেব্রুয়ারি ॥ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে দুই গ্রুপে সংঘর্ষে নারী-পুরুষসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সিএ্যা-বির জায়গায় জোর করে দোকানঘর উত্তোলনকে কেন্দ্র করে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়ি লুটপাটসহ ভাংচুর করা হয়। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবার সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা থমথমে অবস্থা বিরাজ করেছে।
×