ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আয়ারল্যান্ড-আমিরাত ও আফগানিস্তান-স্কটল্যান্ড মুখোমুখি

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

আয়ারল্যান্ড-আমিরাত ও আফগানিস্তান-স্কটল্যান্ড মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের ১২তম দিনে আজ রয়েছে একটি ম্যাচ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ব্রিসবেনে মুখোমুখি আইসিসির সহযোগী দুই দেশ আয়ারল্যান্ড ও আরব আমিরাত। যেখানে ফেবারিট আইরিশরা। আর ভোর চারটায় আরেক ম্যাচে স্কটল্যান্ডকে মোকাবেলা করবে আফগানিস্তান। পুল ‘বি’এ ১ খেলায় ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আয়ারল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে চমক দেখায় তারা। অন্যদিকে আমিরাত একই ব্যবধানে হারে জিম্বাবুইয়ের কাছে। পুল ‘এ’তে দুই প্রতিপক্ষ আফগানিস্তান-স্কটল্যান্ড প্রত্যেকে দুটি করে ম্যাচ খেল এখনও জয়ের দেখা পায়নি। আয়ারল্যান্ডের ম্যাচ প্রিভিউ লিখলে অবধারিত সামনে উঠে আসবে দলটির উদ্ভাসিত জয়ের সেই ছবি। বিশ্বকাপের তৃতীয় দিন নেলসনে অবিশ্বাস্য কা-ই করে বসে আইসিসি সহযোগী সদস্য এই দেশটি। সেদিন আগে ব্যাটিং করা ক্যারিবীয়রা ৩০৪ রান করলে অনেকে ধরেই নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ একতরফাভাবেই জিতে যাবে। কিন্তু পল স্টারলিং, এড জয়েস ও নাথান ও’ব্রায়েনের তিন-তিনটি ম্যারথন হাফ সেঞ্চুরিতে ইতিহাস রচনা করে আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ১৩ ওভারে ৭১ রান, এরপর ২ উইকেটে ১৭৭, ৩ উইকেটে ২৭৩! ম্যাচের নায়ক স্টারলিং ৮৪ বলে ৯২, অপর দুই তারকা এড জয়েস ৬৭ বলে ৮৪ ও নাথান ও’ব্রায়েন ৬০ বলে অপরাজিত থাকেন ৭৯ রানে। ৪.১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা! নিজেদের অতীতের ধারা অব্যাহত রেখে বিশ্বকাপে আরও একবার চমক সৃষ্টি করে তারা!! বিশ্বকাপের ইতিহাসে তিনবার তিন শ’ বেশি রান টপকে জয় পায় আয়ারল্যান্ড। ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এমন ঘটনা মাত্র পাঁচটি, যার তিনটিতেই নাম আইরিশদের! গতবার দশম বিশ্বকাপেই দুইবারÑ ব্যাঙ্গালোরে ৩২৭ রান অতিক্রম করে কুলীন ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল তারা। একই আসরে হল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছিল ৩০৬ রান টপকে! এবার কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখা আইরিশ অধিনায়ক বলেন, ‘অনেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের জয়কে অঘটন হিসেবে দেখছেন। আমি এটাকে কোনভাবেই অঘটন হিসেবে দেখছি না। আমরা প্রতিটি ম্যাচে জয়ের প্রস্তুতি নিয়েই এসেছি! আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনালে খেলা।’ আজ তাই নিশ্চিতই ফেবারিট আয়ারল্যান্ড। অন্যদিকে জিম্বাবুইয়ের কাছে হারা আরব আমিরাতেরও লক্ষ্য জয়। বড় তারকা খুররম খান যেমন বলেন, ‘আগের ম্যাচে আমাদের ফিল্ডিং ভাল হয়নি। ভুল ত্রুটি শুধরে ব্রিসবেনে আমরা জয়ের জন্যই নামব।’ টানা দুই হারে অপর ম্যাচে আফগান-স্কটিশরা একই বিন্দুতে দাঁড়িয়ে। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামবে তারা। নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশের কাছে ১০৫ রানের বড় ব্যবধানে হারে মোহাম্মদ নবির দল। দ্বিতীয় ম্যাচে শক্তিধর শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করেও হারে ৪ উইকেটে। দুর্দন্ত বোলিং করে দৃষ্টি কাড়ছেন দীর্ঘাকায় পেসার শাপুর জাদরান। নিউজিল্যান্ডের কাছে হারলেও দারুণ খেলেছে স্কটল্যান্ডও। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৩ উইকেটে হারে তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য প্রতিবেশী দেশ ইংল্যান্ডের কাছে ১১৯ রানের বড় ব্যবধানে হারে স্কটিশরা। অপেক্ষাকৃত দুর্বল আফগানাদের বিপক্ষে নিশ্চই প্রথম জয়ের জন্য মাঠে নামবে তারা। ছোট হলেও তাই দুটি ম্যাচেই থাকছে প্রতিদ্বন্দ্বিতার আভাস!
×