ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০১১ সালের পুনরাবৃত্তি চান শফিউল

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

২০১১ সালের পুনরাবৃত্তি চান শফিউল

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই সব স্বপ্ন পেসার আল আমিন হোসেনের ল-ভ- হয়ে গেল। আরেকদিকে হঠাৎ করেই না পাওয়াকে পেয়ে গেলেন পেসার শফিউল ইসলাম। শৃঙ্খলা ভঙ্গের দায়ে যেই আল আমিন দেশে ফিরে আসলেন রাতেই। ঠিক তেমনি আল আমিনের পরিবর্তে সুযোগ পেয়ে দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ায় গেলেন শফিউল। একেই বলে, ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ।’ তবে যেভাবে সুযোগ পান না কেন, যদি একাদশে থাকেন তাহলে ২০১১ সালের পুনরাবৃত্তিই ঘটাতে চান শফিউল। দেশের মাটিতে হওয়া ২০১১ সালের বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন শফিউল। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে ৪ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে যে বাংলাদেশ জিতেছে, সেটি তো শফিউলের দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যই। পেস বোলার হয়েও সেদিন ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শফিউল। রান করেছিলেন অপরাজিত ২৪। তবে শেষমুহূর্তে তার এ রানের জন্যই দল জিতেছিল। ঠিক সেই রকম কিছুই করে দেখাতে চান শফিউল। বাংলাদেশ দলের জন্য যে ৩০ সদস্যের প্রাথমিক দল দেয়া হয়েছিল, সেই দলে ছিলেন শফিউল। একটা সময় যখন রুবেল হোসেনের না যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনও শফিউলের নামই উঠে। কিন্তু রুবেলই শেষপর্যন্ত বিশ্বকাপ খেলতে যান। এবার আল আমিন বাদ পড়াতে অবশেষে শফিউল সুযোগ পেয়ে গেলেন। অবশ্য আল আমিনের পরিবর্তে সুযোগ পেয়ে শফিউল সতীর্থর জন্য সমবেদনাই জানিয়েছেন, ‘সত্যিই হতাশাজনক।’ তবে এখন যেহেতু দলে সুযোগ পেয়েছেন, তা নিয়েই ভাবতে চান, ‘এখন আমি দলে আছি। বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি। অনেক ভাল অনুভূতি হচ্ছে। আমি ২০১১ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি করতে চাই। আমি সত্যিই এমনভাবে ডাক পাওয়াতে সারপ্রাইজ হয়েছি। আমি এখন সেরাটাই খেলতে চাই।’ জিম্বাবুইয়ের বিপক্ষে নবেম্বরে বল করতে গিয়ে ইনজুরিতে পড়েন শফিউল। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্রাইম দোলেশ্বরের হয়ে ৬ উইকেট নেন। জাতীয় লীগে রাজশাহীর হয়ে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেট নেন। এমন সময় শফিউল জানতে পারেন, তা সুযোগ পাওয়া কথা। অবিশ্বাস্য লাগারই কথা। শফিউল তাই বলেছেনও, ‘আমি যদি বল করার সুযোগ পাই, তাহলে নিয়ন্ত্রিত বোলিং করারই চেষ্টা করব। আমার কোন নির্ধারিত টার্গেট নাই। আমার সামর্থ অনুযায়ী ভাল বল করে যেতে চাই। আমি ২০১১ সালে মাশরাফি ভাইয়ের ইনজুরির জন্য সুযোগ পেয়েছিলাম। এবার আল আমিনের পরিবর্তে সুযোগ পেয়েছি। আমি ভয় পাচ্ছি না। সুযোগ পেলে পারফর্ম করব। এটাই আমার কাজ।’
×